নিজস্ব প্রতিবেদন: বয়স মাত্র ৯। সরকারি স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়া। এই বয়সেই গোটা দেশকে তাক লাগিয়ে দিল কাশ্মীরি শিশু মুজাফফর আহমেদ খান। রাজ্যের সর্বকনিষ্ঠ আবিষ্কারকের তকমা পেল মুজাফফর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী করেছে এই কাশ্মীরি খুদে? মুজাফফর এমন একটি পেন আবিষ্কার করেছে ‌যা লেখার সময়ে শব্দসংখ্যা গুনতে পারে। খুব কম লেখার জন্য পরীক্ষায় ভালো ফল করতে পারছিল না মুজাফফর। সেখান থেকেই এই পেন তৈরির ভাবনা।


আরও পড়ুন-গোল্ড কোস্টে সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা হাতে মেরি


কাশ্মীরের গুরেজের সরকারি স্কুলে ছাত্র মুজাফফর সংবাদ মাধ্যমে জানিয়েছে, ‘পেনটির একদিকে একটি কেসিং লাগানো রয়েছে। থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে ওই কেসিং। লেখা শুরু করলেই পেনের মাথায় সেট করা ছোট্ট একটি এলসিডি মনিটরে শব্দসংখ্যা দেখতে শুরু করবে। শব্দসংখ্যা মেসেজের মাধ্যমে মোবাইলেও নেওয়া ‌যাবে।’


আরও পড়ুন-নাইট ক্লাবের উদ্বোধন করে বিপাকে সাক্ষী মহারাজ


কাউন্টিং পেনের ভাবনা মাথায় আসার পরই মুজাফফরের এক পরিচিত তার সঙ্গে ‌যোগা‌যোগ করিয়ে দেয় ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের সঙ্গে। কেন্দ্রের এই সংস্থাটিই তাকে পেনটি তৈরি করতে সাহা‌য্য করেছে। আগামী মে মাসের মধ্যেই পেনটি সম্ভবত বাজারে চলে আসবে।


জন্মের পর পাঁচ বছর প‌র্যন্ত কথাই বলতে পারতো না মুজাফফর। সেই ছেলের এমন সাফল্যে খুশি গোটা পরিবার।