শিশুটি আমার নাতনির মতো ছিল, দাবি কাঠুয়াকাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জি রামের
সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিযুক্তরা।
নিজস্ব প্রতিবেদন: কাঠুয়া গণধর্ষণকাণ্ডে নির্যাতিতা তাঁর নাতনির মতো ছিল। সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন মূল অভিযুক্ত সঞ্জি রাম। সিবিআই তদন্তের দাবি করে সঞ্জি রামের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তাঁকে ফাঁসিয়েছে জম্মু পুলিস।
কাঠুয়াকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা চলছে। শুক্রবার হলফনামা জমা দেন মূল অভিযুক্ত সঞ্জি রাম ও তাঁর ছেলে বিশাল। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তাঁরা। হলফনামায় সঞ্জি রাম দাবি করেছেন, ''ওই শিশুটি আমার নাতনির মতো ছিল। পুলিস আমাকে ফাঁসিয়েছে। সিবিআই তদন্ত হলে সত্যি সামনে আসবে।''
গত জানুয়ারিতে জম্মুর কাঠুয়ায় ৮ বছরের শিশুকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ১০ জানুয়ারি নিখোঁজ হয় ওই শিশু। ১৪ তরিখ মেলে রক্তাক্ত নিথর দেহ। ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জি রাম ও তাঁর ছেলেকে গ্রেফতার করে জম্মু পুলিস। অভিযুক্তরা প্রথম থেকে সিবিআই তদন্তের দাবি করছেন। অভিযোগ, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাঁদের।
আরও পড়ুন- দিল্লিতে মাজারের রং গেরুয়া-সাদা করে মন্দিরে পরিণত করার অভিযোগ