কাঠুয়াকাণ্ডে সিবিআই-আর্জি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট
কাঠুয়া গণধর্ষণকাণ্ডে সিবিআই তদন্ত দাবি দুই অভিযুক্তের।
নিজস্ব প্রতিবেদন: কাঠুয়া গণধর্ষণকাণ্ডে দুই অভিযুক্তের দায়ের করা সিবিআই তদন্তের আর্জি বিবেচনা করে দেখা হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি কাঠুয়ার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করতে চায় শীর্ষ আদালত।
কাঠুয়াকাণ্ডে জম্মু-কাশ্মীর পুলিসের তদন্তে সন্তোষপ্রকাশ করে মামলাটি চণ্ডীগড় আদালতে সরানোর দাবি করেছে কাঠুয়া নির্যাতিতার পরিবার। তবে ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে দুই অভিযুক্ত সঞ্জি রাম ও বিশাল জনগোত্র। কাঠুয়া আদালতেই বিচারের আর্জি করেছেন তাঁরা।
কাঠুয়ায় ৮ বছরের শিশুর ধর্ষণের পর আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে বার কাউন্সিল অব ইন্ডিয়া জানিয়েছে, তদন্তে কখনও বাধা দেননি আইনজীবীরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ,নিরপেক্ষ ও স্বচ্ছ শুনানি ন্যূনতম বাধাপ্রাপ্ত হলে মামলা কাঠুয়া থেকে সরিয়ে দেওয়া হবে। শুধু অভিযুক্তদেরই নয়, নির্যাতিতার পরিবারের সদস্য ও তার আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনজীবীদের দোষ প্রমাণিত হলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই।
আরও পড়ুন- প্রাণঘাতী মোবাইল ফোন! দুর্ঘটনা মিলিয়ে দিল মুর্শিদাবাদ ও কুশীনগরকে