ওয়েব ডেস্ক: বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং। সব ট্র্যাডিশন মেনে। ম্যারেজ রেজিস্ট্রেশন থেকে মণ্ডপ বেঁধে বিয়ে, হল সবই। অতিথি সংখ্যা, নয় নয় করে হাজার পাঁচেক। তবে যাদের নিয়ে এত কাণ্ড, তারা অবশ্য কতটা- কী বুঝল, কে জানে! গাড়ি চড়ে চলল বর। কনে ওদিকে অপেক্ষায়। আর কি তর সয়! তাই বোধহয় ঝুলে পড়ল এক গজ লম্বা জিভ। বাইরে তখন ডিজে'র তালে নাচতে ব্যস্ত বরযাত্রীরা। শয়ে শয়ে নয়, সংখ্যাটা হাজার হাজার।


উত্তর প্রদেশের কৌশাম্বিতে পাওয়ারা গ্রামে বসেছিল এই অভিনব বিয়ের আসর। পিঙ্ক শার্টে পাত্র শগুন।.... রীতিমতো চনমনে। আর পাত্রী শগুনিয়া, জঙ্গ বাহাদুরের আদরের ধন।  ভুরিভোজনেও কোনও ত্রুটি রাখেনি কনেপক্ষ। এই না হলে বিয়ে!