নিজস্ব প্রতিবেদন: রাজ্যবাসীকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিরুঅনন্তপুরমে শনিবার বিজয়ন বলেন, 'ভ্যাকসিন যখনই আসবে, কেরলে তা বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করবে সরকার।' বিহারে ভোটের আগে নির্বাচনী ইস্তাহারে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারও জানিয়েছে, ভ্যাকসিন আসলে তা ফ্রি-তে দেওয়া হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাস সংক্রমণের  ঊর্ধ্বমুখী তালিকায় রয়েছে কেরল। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এ দিন সাংবাদিকদের বলেন, কোভিডের টিকাকরণ গুরুত্বপূর্ণ বিষয়। এটাই যে এখন বেশিরভাগ মানুষের ভাবনা জুড়ে রয়েছে, সে ব্যাপারে কোনও সংশয় নেই। কেরলে প্রান্তিক প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেওয়া দুরূহ। এনিয়ে ভাবতে হবে। তবে এটা বলতে পারি, ভ্যাকসিন আসলেই তা বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যবাসীর থেকে টাকা নেওয়া হবে না। বিনামূল্যে বণ্টনের জন্য ব্যবস্থা নেব।'


এ দিন বিজয়ন বলেন,'কোভিড আক্রান্তের সংখ্যা দিনে দিনে কমছে। এটা একটা স্বস্তির ব্যাপার। তবে স্থানীয় নির্বাচনের জেরে আক্রান্তের সংখ্যা বাড়ে কিনা, সেটা দেখার। আগামী দিনেই তা বোঝা যাবে।'     


টিকা আসলে কীভাবে তা দেওয়া হবে, সেনিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। একটি নথিতে কেন্দ্র জানিয়েছেন, প্রতিটি সেশনে মাত্র ১০০ জনকেই টিকা দেওয়া সম্ভব। পরিবহণ ব্যবস্থা থাকলে তা ২০০-তে পৌঁছতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলি ভ্যাকসিনের দিনক্ষণ ঠিক করতে পারবে।


আরও পড়ুন- আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে কৃষকদের সঙ্গে রফা, দাবি দুষ্যন্তের