নিজস্ব প্রতিবেদন: করোনার এই কঠিন পরিস্থিতিতেই বিয়ে সারলেন কেরলের মুখ্যমন্ত্রীর কন্যা টি বীণা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনেই সব নিয়ম মেনেই বসেছিল বিয়ের আসর। সিপিআইএম দলের যুব সংগঠনের জাতীয় সভাপতি মহম্মদ রিয়াজের গলায় মালা দিলেন বীণা। রিয়াজ ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অব ইন্ডিয়ার যুব নেতা ও তার সঙ্গে সঙ্গেই কেরল বাম সরকারের রাজ্য কমিটির সদস্য।
সব বিধি নিয়ম মেনেই ৩০ জনের কম উপস্থিতিতেই চারহাত এক হল রিয়াজ ও বীণার। বীণা একজন আইটি পেশাদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে ফের কম্পন দেশের এই ভূখণ্ডে, পাঁচ মিনিটের মধ্যে দুবার কাঁপল মাটি


বিয়ের এই অনুষ্ঠানে কয়েকজন পরিবারের সদস্য ছাড়াও ছিলেন দলের কয়েকজন নেতা ও ক্যাবিনেট মন্ত্রী ইপি জয়রাজন।
তবে বিয়ের আসরে ছিলেন না রিয়াজের বাবা ও মা। করোনার কারণেই কোঝিকোড থেকে থিরুভনন্থপুরম  ৩৮০ কিলোমিটার যাননি তাঁরা। প্রশাসনের নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জনের কম জমায়েতে এই পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান করা যায়। সেই পথেই বিয়ে হলো রিয়াজ ও বীণার। আগের দিনই টুইট করে শশী থারুর বিয়ের শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন পিনারাই কন্যাকে।