ওয়েব ডেস্ক: একবিংশ শতকের কুরুক্ষেত্র! ধর্ম বনাম রাজধর্মের দ্বন্দ্ব। একদিকে ঈশ্বর বিশ্বাস অন্যদিকে নবজাগরণ। একদিকে ধর্মের ভোট ব্যাঙ্ক তো অন্যদিকে রাজনৈতিক বিশ্বাস। একদিকে হাজারে হাজারে বালকৃষ্ণদের মিছিল তো অন্যদিকে মার্ক্স-লেনিন জপতে জপতে লাল ঝাণ্ডার শোভাযাত্রা। কোন পথ অবলম্বন করবে কেরালার কমিউনিস্ট সরকার? অবশেষে কৃষ্ণকে ঠেকাতে মার্ক্স-লেনিনের জপমালা! এবারের জন্মাষ্টামীতে নবজাগরণের মন্ত্র শোনাতে কর্মসূচি নিয়েছে কেরালার সিপিএম। মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ঠেকাতেই 'জন্মাষ্টমী সপ্তাহ' পালন করবে কেরালা সিপিএম। তবে তা হবে একেবারেই রাজনৈতিক কায়দায়। সাম্প্রদায়িক শক্তি এবং উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটানা ৫ দিন চলবে নবজাগরণের প্রচার। 


গোটা দেশের মতই কেরালায়ও কৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রতিবছরই পদযাত্রার আয়োজন করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবারই প্রথম কৃষ্ণ সেজে পদযাত্রা করতে দেওয়া হবে না তাঁদের। কেরলার মার্ক্সবাদী কমিউনিস্টরা মনে করেছেন, 'আমরা কোনও ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত আনছি না এবং ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধেও নই। তবে বিশ্বাসকে রাস্তায় নামিয়ে নিয়ে আসার বিরোধীতা করছি। জন্মাষ্টমীর শোভাযাত্রা দেখলেই বোঝা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কীভাবে মানুষের মধ্যে ধর্মের বিষ ঢালেছে। আমরা ইসলামিক সন্ত্রাস নিয়েও ওয়াকিবহল। কেরালার কমিউনিস্ট সরকার এই ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে'।