নিজস্ব প্রতিবেদন : ভিন্ন সম্প্রদায়ে বিয়ে মাত্রই তা লভ জিহাদ নয়। এধরণের সমস্ত বিয়েকে এক চোখে দেখা উচিত নয়। আনিস হামিদ নামে এক ব্যক্তির দায়ের করা মামলার পর্যবেক্ষণে এমনটাই জানাল কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, এই ধরণের সমস্ত ঘটনাকে 'লভ জিহাদ' বা 'ঘর ওয়াপসি' আখ্যা দেওয়া যাবে না। তদন্ত করে দেখতে হবে, এধরনের বিয়েতে কোনও জোরজুলুমের ঘটনা ঘটেছে কিনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লভ জিহাদের অছিলায় তাঁর স্ত্রীকে বাপের বাড়ির লোকেরা বন্দি করে রেখেছে বলে আদালতে অভিযোগ করেছিলেন আনিস। সেই মামলার শুনানিতে স্ত্রীকে স্বামীর সঙ্গে থাকতে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


কেরল হাইকোর্টের বিচারপতি ভি চিদাম্বরেশ ও বিচারপতি সতীশ নিনানের বেঞ্চ জানায়, কেরালায় প্রতিটি ভিনজাতের বিয়েকেই লভ-জিহাদ আখ্যা দেওয়ার একটা প্রবণতা রয়েছে। বিবাহিত দম্পতিদের এর জন্য মাঝেমধ্যেই হেনস্থার শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিসকে কড়া পদক্ষেপ নিতে হবে। রাজ্যে যত ধর্মান্তকরণ ও পুনঃধর্মান্তকরণ কেন্দ্র আছে, সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে।


আরও পড়ুন, 'বাজিহীন দিওয়ালি', পরের সকালেও দূষণের হাত থেকে রেহাই পেল না দিল্লি