নিজস্ব প্রতিবেদন: দুদিন ধরে চলছে টানা বৃষ্টি। আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ক্রমেই খারাপ হচ্ছে কেরলের পরিস্থিতি। দক্ষিণের এই রাজ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



কেরালার ৪ রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোঝিকোড়, ওয়েনাড়, ইড়ুক্কি জেলায় চরম সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এখনও পর্যন্ত রাজধানী তিরুঅনন্তপুরমে সেই অর্থে এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।


 



 বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। রেলের পাশাপাশি বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। রবিবার দুপুর ৩টে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে কোচি বিমানবন্দর। ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবার ৪ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বিমান পরিষেবা। ওয়েনাড় জেলায় ধসের কবলে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। নদীর জলে ভেসে গিয়েছে কোঝিকোড়, কান্নুর, মালাপ্পুরম জেলার বেশ কিছু এলাকা।  বহু মানুষকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে।


উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘ওয়েনাড়ের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাব। সহযোগিতার আর্জি জানাব’’।