ওয়েব ডেস্ক : ভারতীয় রেলের ইতিহাসে আজ থেকে সূচনা হল এক নতুন অধ্যায়ের। দিল্লির নিজামউদ্দিন স্টেশনে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন “গতিমান এক্সপ্রেস”-এর যাত্রার শুভ সূচনা করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে “গতিমান”-এর খুঁটিনাটি-


১) ট্রেনটির গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার ।


২) ২১০ কিলোমিটার দূরত্ব সে যাবে ১০০ মিনিটে ।


৩) সকাল ৮টা ১০ মিনিটে দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি আগ্রায় পৌঁছাবে সকাল ৯ টা ৫০ মিনিটে।


৪) ট্রেনটিতে থাকছে ১২টি বাতানুকূল কামরা । প্রতি কামরায় থাকবেন অ্যাটেন্ডান্ট। থাকছে বিনামূল্যে Wi-Fi, স্বয়ংক্রিয় দরজা প্রভৃতি ।


৫) ট্রেনটির ভাড়া হবে শতাব্দী এক্সপ্রেসের থেকে কিছু বেশি ।


৬) শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেন চলবে । শুক্রবার তাজমহল বন্ধ থাকে।