ওয়েব ডেস্ক: কাবুলে অপহৃত হলেন কলকাতার বাসিন্দা জুডিথ ডিসুজা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করছিলেন ওই মহিলা। গতরাতে তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা। কলকাতার মহিলার পরিবারে এই খবর জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মহিলাকে উদ্ধার করতে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে কাবুলে ভারতীয় দূতাবাস।


কাবুলে কেন অপহৃত হতে হল জুডিথ ডিসুজাকে? তাঁর কাজেই লুকিয়ে রয়েছে তার উত্তর। চোদ্দ বছর ধরে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কাজ করছেন জুডিথ। সামাজিক ও আর্থিক সাম্য, খাদ্য নিরাপত্তা এবং মানব জীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়ে প্রচার করছিলেন তিনি। এর আগে কাজ করেছেন বাংলাদেশ, নেপাল, ভূটান, ভারত, কিরগিস্তান, মরিশাস ও শ্রীলঙ্কায়। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রকল্পে প্রজেক্ট  ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।