নিজস্ব প্রতিবেদন: রাজীব গান্ধীর হত্যাকারীদের খালাস করা যাবে না। শুক্রবার সুপ্রিম কোর্টকে এ কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। দেশের প্রধানমন্ত্রীর হত্যাকারীদের কিছুতেই মুক্তি দেওয়া যেতে পারে না বলে মত মোদী সরকারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিগত ২৭ বছর ধরে রাজীব হত্যার দায়ে সাত হত্যাকারীই কারাবন্দি। এদের সকলের মুক্তি চেয়ে বারবার আবেদন করেছে তামিলনাড়ু সরকার। কিন্তু, চলতি বছরের ১৮ এপ্রিল কেন্দ্র এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তামিলনাড়ু সরকারকে। মামলাটি এখনও সিবিআই-এর তদন্তাধীন।


এর আগে তামিলনাড়ু সরকার শীর্ষ আদালতে আবেদন করেছিল। সে সময় আদালত বলেছিল, কেন্দ্রীয় সিদ্ধান্ত ব্যতীত এই সাত বন্দির মুক্তি কিছুতেই সম্ভব না। এদিন, আদালতে কেন্দ্র সেই সিদ্ধান্তের কথাই জানিয়ে দিল।