নিজস্ব প্রতিবেদন : গানের তালে তালে নাচছেন এক বৃদ্ধা। বয়সের ভারে ঝুঁকে পড়েছে শরীর। কিন্তু দিওয়ালির আনন্দে মশগুল ওই বৃদ্ধা। শুক্রবার সকালে এমনই একটি ভিডিও নিজের টুইটারে শেয়ার করেন পুদুচেরির উপ-রাজ্যপাল কিরণ বেদী। ওই বৃদ্ধাকে 'প্রধানমন্ত্রীর মা' বলে সম্বোধন করে বেদী লেখেন, এই ৯৭ বছর বয়সেও তাঁর স্পিরিট শিক্ষণীয়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেদি ভিডিওটি টুইট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। প্রায় চার হাজারের কাছাকাছি রিটুইট হয় ভিডিওটি। কিন্তু এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কিরণ বেদীকে। কারণ ভিডিওতে দেখা যাওয়া ওই বৃদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী নন।


সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়ার পরই অবশ্য নিজের ভুল স্বীকার করে নেন কিরণ বেদী। নিজের ভুল স্বীকার করে বেদী টুইটে লেখেন, তিনি ভুলবশত ওই বৃদ্ধাকে প্রধানমন্ত্রীর মা বলেছিলেন। তবে এই বয়সেও এমন শারীরিক সক্ষমতা সত্যিই অসাধারণ। বেদী নিজে ৯৬ বছর বয়সে এমনটা হওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন।



প্রসঙ্গত, নবরাত্রির সময় ৩ অক্টোবর ওই বৃদ্ধার গরবা নাচের ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়।



আরও পড়ুন, ৫০০-র বেশি দূরপাল্লার ট্রেনের যাত্রার সময় কমাচ্ছে রেল