ওয়েব ডেস্ক: ভারতীয় রাজনীতিতে ঝড় বয়ে যাচ্ছে তাঁকে নিয়ে। আঙুরলতা ডেকা। তিনি এবার অসম থেকে বিজেপি বিধায়ক নির্বাচিত হয়েছেন। সেই আঙুরলতাকেই জেনে নিন এক ঝলকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) আঙুরলতার জন্ম নলবাড়িতে। পড়াশোনা করেছেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে।


২) আঙুরলতা বিজেপিতে যোগ দেন ২০১৫ সালের ডিসেম্বরে।


৩) তাঁর স্বামীর নাম আকাশদ্বীপ ডেকা।


৪) তিনি বিজেপির প্রার্থী হিসেবে জিতেছেন অসমের বাতাদ্রোবা কেন্দ্র থেকে।


৫) তিনি যে ছবিগুলোতে অভিনয় করেছেন, সেগুলো হল - জুন্দা ইমন গুন্ডা, বাকোর পুদেক, সূর্যাস্ত, হিয়া দিবা কাক।