ওয়েব ডেস্ক: প্রথম বিয়ে ভেঙে গিয়েছে। কিন্তু তা বলে কি আর নতুন করে ঘর বাঁধবেন না? নিশ্চয়ই। নতুন ঘর বাঁধার তোড়জোড় সব শেষ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। কথায় বলে, জুটি নাকি ওপর থেকে তৈরি হয়ে আসে। কথাটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে। ওপরেই দেখা হল। মন দেওয়া নেওয়া হয়। তবে এই ওপর মানে আকাশে। আর যাঁকে দেখে মন হারালেন, তিনি জেট এয়ারওয়েজের বিমান সেবিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গায়ক বাবুল সুপ্রিয়র হবু বউ এবং তাঁর বিয়ে সম্পর্কে জেনে নিন কয়েকটি অজানা তথ্য-


১) পাত্রীর নাম রচনা শর্মা।


২) পাত্রী পাঞ্জাবি।


৩) তিনি কলকাতাতেই থাকেন।


৪) জেট এয়ারওয়েজের বিমান সেবিকা।


৫) ৯ আগস্ট নয়া দিল্লিতে বিয়ে।