ওয়েব ডেস্ক: দেশে কোহিনুর হিরে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। তবে এবার আইনি সাহায্য নিয়ে। সূত্র থেকে জানা গিয়েছে, কোহিনুর হিরে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার সুপ্রিম কোর্টের থেকে একটি নতুন হলফনামা ফাইল করতে চাইছে। ১৫ আগস্টের আগে সেই হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছে সরকার।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী লন্ডন থেকে ১০৮ ক্যারেটের মহামূল্যবান হিরেটি উদ্ধারের পরিকল্পনা মতো কাজ চলছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা এবং ক্যাবিনেট সেক্রেটারি পিকে সিনহার সঙ্গে এই বিষয়ে বৈঠকও হয়েছে।