ওয়েব ডেস্ক: IRCTC-এর ওয়েবসাইট থেকে রেলওয়ের ই-টিকিট ক্যানসেল করা সম্ভব। তবে এই টিকিট ততক্ষণ পর্যন্ত ক্যানসেল করা সম্ভব, যতক্ষণ না ট্রেনের ফাইনাল চার্ট তৈরি হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপনি যদি রেলওয়ের ই-টিকিট ক্যানসেল করতে চান, তাহলে www.irctc.co.in ওয়েবসাইটে লগ-ইন করুন। এরপর "Booked Tickets" লিঙ্কে ক্লিক করুন। এরপর ক্যানসেল অপশনে যান। ব্যস, তাহলেই আপনার টিকিট ক্যানসেল হয়ে যাবে। আর যে ইমেল মারফত্‌ আপনি টিকিট বুকিং করেছিলেন, সেখানে কনফার্মড মেলও চলে যাবে। তবে টিকিট ক্যানসেলের জন্য ক্যানসেলেশন চার্জও দিতে হবে আপনাকে। জেনে নিন কত টাকা দিতে হবে আপনাকে এর জন্য।


১) AC First/Executive Class-এর জন্য ২৪০ টাকা।


২) First Class/AC 2 Tier-এর জন্য ২০০ টাকা।


৩) AC Chair Car/AC 3Tier/AC 3 Economy-এর জন্য ১৮০ টাকা।


৪) স্লিপার ক্লাসের জন্য ১২০ টাকা।


৫) সেকেন্ড ক্লাসের জন্য ৬০ টাকা।