জানুন কোন ফর্ম ফিল আপ করে তবেই নোট বদল করতে পারবেন
গতকাল রাত বারোটা থেকেই বাতিল হয়ে গিয়েছে সমস্ত ৫০০, ১০০০ টাকার নোট। ওই নোটে আর কোনও লেনদেন করতে পারবেন না। যে যে জরুরি পরিষেবায় পুরনো ৫০০, ১০০০ টাকার নোট চলার কথা জানিয়েছিল কেন্দ্র, সেখানেও নেওয়া হচ্ছে না। আচমকাই ৫০০ টাকা, ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। আপাতত তাতেই বিপর্যস্ত দেশের কোটি কোটি মানুষ।
ওয়েব ডেস্ক: গতকাল রাত বারোটা থেকেই বাতিল হয়ে গিয়েছে সমস্ত ৫০০, ১০০০ টাকার নোট। ওই নোটে আর কোনও লেনদেন করতে পারবেন না। যে যে জরুরি পরিষেবায় পুরনো ৫০০, ১০০০ টাকার নোট চলার কথা জানিয়েছিল কেন্দ্র, সেখানেও নেওয়া হচ্ছে না। আচমকাই ৫০০ টাকা, ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। আপাতত তাতেই বিপর্যস্ত দেশের কোটি কোটি মানুষ।
৫০০ টাকা, ১০০০ টাকার নোট বাতিল। পুরনো নোট দিয়ে নতুন নোট পেলে তবেই ফের ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন। যাঁর কাছে যত ৫০০, ১০০০ টাকার নোট আছে, সব ব্যাঙ্ক, পোস্ট অফিস থেকে পালটে নিতে হবে। জালিয়াতদের রুখতে, কালো টাকা বন্ধ করতেই প্রধাণত প্রধানমন্ত্রী মোদীর এই কড়া পদক্ষেপ। তবে এবার নতুন নোট জালিয়াতি করলেই ধরা পড়ে যাবেন কালোবাজারিরা।
নোট বদল করতে হলে একটি ফর্ম পূরণ করতে হবে। দেখুন সেই ফর্মটি।