লকডাউনের মধ্যে রাস্তায় নামল ‘করোনা ঘোড়া’, `যমরাজ পুলিস’
আদপে সাদা ঘোড়ার গায়ে গোলাপী করোনাভাইরাস এঁকেছেন সাব ইন্সপেক্টর মারুতি শঙ্কর
নিজস্ব প্রতিবেদন: করোনায় সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিল কর্নুল পুলিস। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের কর্নুলের রাস্তায় দেখা মিলল বিশেষ একটি ঘোড়ার। সাদা ঘোড়ার গায়ে গোলাপী গোল গোল বিন্দু । আদপে সাদা ঘোড়ার গায়ে গোলাপী করোনাভাইরাস এঁকেছেন সাব ইন্সপেক্টর মারুতি শঙ্কর।
তাঁর কথা অনুযায়ী, "আমি ঘোড়ার গায়ে করোনাভাইরাস এঁকেছি এটি দৃষ্টি আকর্ষণীয় এবং সচেতনতা বৃদ্ধিতে দারুন কাজে দিচ্ছে"
আরও পড়ুন-লকডাউনে কমলো ভর্তুকিহীন গ্য়াসের দাম! মধ্যবিত্তের মুখে হাসি
তবে তাঁর এই সচেতনতা বৃদ্ধির পদ্ধতি অনেকের প্রশংসনীয় মনে হলেও না-পসন্দ অনেক নেটিজেনের। ঘোড়ার গায়ে এইভাবে ছবি আঁকা একেবারে ঠিক হয়নি বলে দাবি করেছেন অনেকে।
এই প্রসঙ্গে মারুতি বলেছেন, " শহরের মত প্রচার আমাদের এই অনুন্নত জায়গায় করা সম্ভব নয়। তাই আমাদের পুলিস সুপার জানিয়েছেন নতুন ধারনা নিয়ে আসতে। সেখান থেকেই আমার এই চেষ্টা। অনেক জায়গায় কর্নুল পুলিস যমরাজ সেজে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য"
ঘোড়ায় যে রঙ তিনি ব্যবহার করেছেন,সেটি সহজেই ধুয়ে ফেলা যায়। এবং তার দরুন ঘোড়ার কোনও সমস্যা হবেনা। এব্যাপারে নিশ্চিত পিপালির এই পুলিস কর্তা।
আরও পড়ুন-মরার উপর খাঁড়ার ঘা! এক ধাক্কায় অনেকটাই কমল স্বল্প সঞ্চয়ের সুদের হার
তিনি আরও বলেন, ঘোড়া দ্রুততার প্রতীক। তাঁর গায়ে করোনাভাইরাস আঁকা যার অর্থ করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
বয়স্ক মানুষ যারা দৈনিক খবর শোনেন না তাঁদের সচেতন করতে পেরে এই প্রচেষ্টা যথেষ্ট সফল এমনটাই দাবি করেছেন সাব ইন্সপেক্টর মারুতি শঙ্কর।