নিজস্ব প্রতিবেদন: বারবার বৈঠকের পরও লাদাখে উত্তেজনা কমেনি। মস্কোয় চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কোনও শান্তির কোনও রাস্তা বের করতে পারেননি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গতকালও লাদাখের উত্তেজনা নিয়ে দুদেশের কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। দুদেশের কূটনৈতিক পর্যায়ে যে আলোচনা হয়েছে তা মেনে চলার ব্যাপারে সহমত হয়েছে দুদেশের সেনা আধিকারিকরা। তার পরেও সতর্ক ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুজোর আগেই ভাঙাচোরা বেহাল রাস্তা মেরামতির নির্দেশ নবান্নের


২০১৭ সালে ডোকা লা-য় উত্তেজনার পর চিন এলএসি বরাবর একাধিক সেনা ঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে বলে সংবাদমাধ্যমের খবর। তবে আপাতত ভারতের কাছ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শীত। সামনের সপ্তাহ থেকেই হয়তো  ঠাণ্ডা পড়তে শুরু করবে লাদাখে। তার জন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় সেনা।


আপাতত লাদাখের অন্তত ২০টি ফ্রিকশন পয়েন্টের দখল নিয়েছে ভারতীয় সেনা। ফিঙ্গার ৪ এলাকায় চিনা সেনার সামনের পর্বতশৃঙ্গ দখল করেছে ভারতের জওয়ানরা। তার পরেও ভাবাচ্ছে শীত। লাদাখের সাবজিরো তাপমাত্রায় টিকে থাকার পাশাপাশি ঠেকাতে হবে যে কোনও চিনা আগ্রাসনকে।


আরও পড়ুন-২০১৫ সাল থেকে মোট ৫৮ দেশ সফর করেছেন মোদী, খরচ কত জানেন!


শুরু হয়ে গিয়েছে এর প্রস্তুতি-


## খাবার সহ সব অত্যাবশ্যকীয় জিনিসপত্র জমা করা শুরু হয়েছে।


## বিশেষ রাশিয়ান তাঁবুর ব্যবস্থা করা হচ্ছে।


## প্রবল শীতে শুকনো খাবার হিসেবে রাখা হতে পারে শাকারপারা। চিনি, ময়দা দিয়ে তৈরি শুকনো একটি খাবার এটি।


## জলের জন্য পাইপ পাতা হচ্ছে। শীতে এটাই বড় চ্যালেঞ্জ।


## তবে জলের জন্য সেনাকে তুষারের ওপরেই বেশি নির্ভর করতে হবে।


## গালওয়ানে সংঘর্ষের পর এলএসি বরাবর অতিরিক্ত ৩০,০০০ সেনা মোতায়েন করা হয়েছে।