ওয়েব ডেস্ক: আগেই প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নকল করে দেখিয়ে ছিলেন, আর আজ রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদবের ব্যঙ্গের তীর পাকিস্তানের 'পরমাণু বোমা' হুমকির দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকালই পাকিস্তানকে পরমাণু বোমা শক্তিধারী বলে ভারতকে পরোক্ষ ভাবে হুমকি দিয়েছেন এ দেশের এনএসএ সারতাজ আজিজ। আজ ব্যঙ্গের ছলেই সেই হুমকি জবাব দিলেন লালু প্রসাদ। বললেন তিনি প্রধানমন্ত্রী হলে পাকিস্তানকে 'লালু বোমা'-র মোকাবিলা করতে হবে।


তবে এরই সঙ্গে প্রধানমন্ত্রীর সমালোচনা করতেও ছাড়েননি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী, ব্যর্থতার সমার্থক। তাঁর অভিযোগ এই সরকার ব্যবসায়ীদের, দেশকে রক্ষা করতে যারা অসফল।


রবিবার দু'দেশের এনএসএ পর্যায়ের বৈঠক বাতিল করেছে পাকিস্তান। ইসলামাবাদ থেকে জানানো হয়েছিল বৈঠকের জন্য ভারতের কোনও পূর্বশর্ত তারা মানবে না।


অন্যদিকে, পাকিস্তানের এই সিদ্ধান্তকে চটজলদি 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে বিতর্ক থেকে হাত ধুয়ে ফেলতে চেয়েছে ভারতও।