নিজস্ব প্রতিবেদন: পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় রায় ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত। চাইবাসা ট্রেজারি থেকে ৩৩.৬৭ কোটি টাকা তুলে নেওয়া মামলায় পাঁচ বছরের জেল হল আরজেডি প্রধানের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয় লালু প্রসাদ ‌যাদব ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে। এদিনই তড়িঘড়ি সাজা ঘোষণা করে দেন বিশেষ সিবিআই বিচারপতি এসএস প্রসাদ। দুজনেরই ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।


অারও পড়ুন-প্রধান বিচারপতিকে অপসারণের তোড়জোড় শুরু বিরোধীদের, নেতৃত্বে সিপিআইএম


লালু প্রসাদের বিরুদ্ধে অভি‌যোগ, নথি জালিয়াতি চাইবাসা ট্রেজারি থেকে ৩৩.৬৭ কোটি টাকা তুলে নেওয়ার পেছনে তাঁর হাত রয়েছে। উল্লেখ্য, ১৯৯২ সালে তৎকালীন বিহার সরকার পশুখাদ্য কেনার জন্য ৭.১০ লাখ টাকা বরাদ্দ করে। নথি জালিয়াতি করে ওই ৭.১০ লাখ টাকার পরিবর্তে ৩৩.৬৭ কোটি টাকা চাইবাসা ট্রেজারি থেকে তুলে নেওয়া হয়। চাইবাসা ট্রেজারি মামলায় মোট অভি‌যুক্তের সংখ্যা ৫৬ জন। এদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব সজল চক্রবর্তিও।


ইতিমধ্যেই পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ হয়েছে লালুর বিরুদ্ধে। ফের নতুন এই সাজা ‌যোগ হল।