Lalu Prasad Yadav: ১৩ বছরের পুরনো মামলায় দোষী লালু, ৬০০০ টাকা জরিমানা ঝাড়খণ্ডের আদালতের
লালু যাদব রাঁচির সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে একটি আবেদন দাখিল করেছেন। তিনি জানিয়েছেন তাঁকে কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশে যেতে হবে।
নিজস্ব প্রতিবেদন: বুধবার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবকে ঝাড়খণ্ডের পালামুর একটি বিশেষ আদালত ৬০০০ টাকা জরিমানা করেছে। ১৩ বছরের পুরনো নির্বাচনী বিধি লঙ্ঘনের মামলায় এই জরিমানা করা হয়েছে তাঁকে। ২০০৯ সালের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মামলায় RJD প্রধান লালু যাদব বিশেষ সাংসদ, বিধায়ক আদালতে হাজির হন।
লালু প্রসাদ যাদবের আইনজীবী অ্যাডভোকেট ধীরেন্দ্র কুমার সিং বলেন, "বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের আবেদনের শুনানির পর, আদালত তাকে ৬০০০ টাকা জরিমানা করেছে। মামলাটি নিষ্পত্তি করা হয়েছে এবং তিনি এখন অভিযোগমুক্ত। তার আর এখানে আসার দরকার নেই।"
গত মাসে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) 'রেলওয়ে চাকরির জন্য জমি' মামলায় এফআইআর দায়ের করেছে লালু যাদব, তার স্ত্রী, কন্যা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে। দিল্লি এবং বিহারে লালু যাদব এবং তার পরিবারের সদস্যদের ১৭টি সম্পত্তিতে তল্লাশি চালায় সিবিআই। যাদব ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন এই কেলেঙ্কারি ঘটে বলে জানা গেছে।
লালু যাদব রাঁচির সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে একটি আবেদন দাখিল করেছেন। তিনি জানিয়েছেন তাঁকে কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশে যেতে হবে। সেই কারনে তার পাসপোর্ট নবীকরণের জন্য ফেরত চেয়েছিলেন।
যাদবের আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, "লালু যাদব কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশ যাবেন, সম্ভবত সিঙ্গাপুরে যাবেন। সেখানে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই, আদালতে আবেদন করা হয়েছে যাতে পাসপোর্ট নবিকরণ করা যায়। নতুন পাসপোর্ট আবার আদালতে জমা দেওয়া হবে।"