নিজস্ব প্রতিবেদন: অসুস্থ বোধ করায় রাঁচির রিমস হাসপাতালে নিয়ে ‌যাওয়া হল আরজেডি প্রধান লালু প্রসাদ ‌যাদবকে। পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত লালু এখন রাঁচির বিরষামুন্ডা জেলে রয়েছেন। শনিবার সকালে তিনি অসুস্থ বোধ করেছেন বলে জেল কর্তৃপক্ষকে জানান। তার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে ‌য়াওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় শনিবার রায় বের হওয়ার কথা ছিল। তবে সোমবার প‌র্যন্ত সেই মামলার রায়দান স্থগিত রেখেছে সিবিআই আদালত। এই মামলায় দুমকা ট্রেজারি থেকে জালিয়াতি করে ৩.১৩ কোটি টাকা তুলে নেওয়া হয়। ১৯৯৫-৯৬ সালের ওই কেলেঙ্কারিতে জড়িয়েছে লালুপ্রসাদ ‌যাদব ও রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রের নামও।


আরও পড়ুন-নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিটি প্রতিশ্রুতিই নাটক : সোনিয়া গান্ধী


প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি পশুখাদ্য কেলেঙ্কারি দেওঘর ট্রেজারি মামলায় লালু প্রসাদকে সাড়ে তিন বছরের কারাদণ্ড নির্দেশ দেয় সিবিআই আদালত। পাশাপাশি, গত ২৪ জানুয়ারি সিবিআই আদালত চাইবাসা ট্রেজারি মামলায় লালুপ্রসাদের ৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেয়। তার পর থেকে রাঁচির বিরষামুন্ডা জেলেই রয়েছেন লালুপ্রসাদ ‌যাদব।