ওয়েব ডেস্ক: পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের কারাবাস হল লালুপ্রসাদ যাদবের। দুমকা ট্রেজারি মামলায় তাঁকে ৭ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের নিজের আদালত। একই সঙ্গে ৬০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে আরও এক বছর থাকতে হবে জেলে। গত ১৯ মার্চ এই মামলায় লালুকে দোষী সাব্যস্ত করে আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত এই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে ছাড় দিয়েছে আদালত। ১৯৯৫-৯৬ সালে দুমকা ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা সরানোর অভিযোগ ছিল লালুর বিরুদ্ধে। 


আরও পড়ুন - ক্যানসেল বোতামে আঠা! এটিএম লুঠের অভিনব চেষ্টায় তাজ্জব পুলিস



পশুখাদ্য কেলেঙ্কারির দুমকা ট্রেজারি মামলায় গত ১৯ এপ্রিল ১৯ জনের বিরুদ্ধে সাজা শোনায় সিবিআইয়ের বিশেষ আদালত। দোষী সাব্যস্ত হন লালুও। জগন্নাথ মিশ্র ছাড়া এই মামলায় ছাড় পেয়েছেন প্রাক্তন বিধায়ক ধ্রুব ভগত, প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, প্রাক্তন মন্ত্রী বিদ্যা সাগর নিষাদ প্রমুখ।