ওয়েব ডেস্ক : এবার মদের বদলে 'তাড়ি'(স্থানীয় ভাবে তালগাছ থেকে তৈরি বিশেষ প্রজাতির বিয়ার) খাওয়ার পরামর্শ দিলেন বিহারের প্রাক্তন প্রধানমন্ত্রী লালু প্রসাদ যাদব। দিন কয়েক আগে বিহারে বিষমদ খেয়ে মৃত্যু হয় ১৬ জনের। এরপরই তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নতুন সরকার গঠিত হওয়ার কিছুদন পরই সেখানে মদ কেনাবেচা ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তাতে সহমত হয়েছিল সরকার পক্ষের সহযোগী দল থেকে বিরোধীরাও। মত দিয়েছিলেন খোদ লালু প্রসাদও।


আরো পড়ুন- মন্ত্রীর সামনে ফাঁস 'গুণধর সরকারি কর্মীর কীর্তি' (ভিডিও)


তবে, এই নিষেধাজ্ঞার পরও রাজ্যের বিভিন্ন জায়গায় লুকিয়ে মদ বিক্রি করার অভিযোগ উঠছে বারবার। এমনকী সেখানে জাল মদও বিক্রি হওয়ার অভিযোগ রয়েছে। ফল, বিষমদ কাণ্ড।


এরপরই গতকাল লালু প্রসাদ যাদবের এই মন্তব্যের জেরে বিতর্ক দেখা দিয়েছে বিহারের রাজ্য রাজনীতিতে।