ওয়েব ডেস্ক: পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় আপাতত জেলবন্দি তিনি। তাতেও রসিকতায় রেহাই নেই লালুপ্রসাদ যাদবের। বৃহস্পতিবার যখন রাঁচির বিশেষ সিবিআই আদালতে লালুর সাজা ঘোষণা নিয়ে শুনানি চলছে তখন তাঁর রসবোধে হাসিতে ফেটে পড়ল আদালত। বাদ গেলেন না বিচারকও। তবে তাঁর পালটা জবাবে উঠল আরো এক দফা হাসির রোল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন আদালতে শুনানি চলাকালীন লালুর কম শাস্তির পক্ষে সওয়াল করে সরব হন তাঁর আইনজীবীরা। লালুকে ন্যূনতম সাজা দেওয়ার পক্ষে নানা যুক্তি খাড়া করতে থাকেন তাঁরা। এরই মধ্যে ফুট কেটে লালু বলেন, ''জেলে বড্ড ঠান্ডা।'' শুনে আদালত কক্ষে হাসির রোল ওঠে। উপস্থিত বুদ্ধির পরিচয় দেন বিচারকও। তিনি বলেন, ''ঠান্ডা লাগলে তবলা বাজান।''


আরও পড়ুন - ভাঙড়ে জমি কমিটির সমাবেশে যোগ দিতে গিয়ে আটক প্রেসিডেন্সি-যাদবপুরের ছাত্রছাত্রীরা


উত্তর ভারতে প্রচণ্ড ঠান্ডাকে কাবু করতে বহুল প্রচলিত এই রসিকতা। ঠান্ডাকে কাবু করতে উন্মত্ত হয়ে তালবাদ্য বাজানোর পরামর্শ দেন অনেকেই।