নিজস্ব প্রতিবেদন: নিজের আধার কার্ডটিকে রক্ষা করার জন্য ল্যামিনেট করিয়েছেন? কিন্তু এর ফল হতে পারে গুরুতর। এমনটাই জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আধার কর্তৃপক্ষ জানিয়েছে, ডাউনলোড করে সাধারণ কাগজে ছাপা আধার কার্ড বা এম-আধার সম্পূর্ণ বৈধ। এর জন্য বিপুল টাকা খরচ করার কানও প্রয়োজন নেই। তবে ল্যামিনেট করা আধার কার্ড বা প্লাস্টিকে ছাপা আধার অনেক সময় কাজ করে না। কারণ ছাপার সময়ে আধারে থাকা কুইক রেসপন্স কোড বা কিউআর অনেক সময় বিকল হয়ে ‌যায়। পাশাপাশি আধারের তথ্য ফাঁস হয়ে ‌যেতে পারে।


আরও পড়ুন-তৈরি সেনা, মালদ্বীপের রাজনৈতিক সংকট নিরসনে হস্তক্ষেপ করতে পারে ভারত!


ইউআইডিএআই-এর সিইও অজয় ভূষণ সংবাদ মাধমে জানিয়েছেন, ল্যামিনেট করা বা প্লাস্টিকে ছাপা আধারের কোনও প্রয়োজন নেই। কারণ প্লাস্টিক আধার বা স্মার্ট আধার বলে কিছু হয় না। আধার কোনও প্লাস্টিক কার্ডে প্রিন্ট করার জন্য নিজের ব্যক্তিগত তথ্য কাউকে দেওয়ার কোনও প্রয়োজন নেই।