Lapland longspur Found: সাইবেরিয়ার পাখি, প্রশান্ত মহাসাগর পেরিয়ে চলে যায় কানাডা! ভারতে এই প্রথম...
Lapland longspur Found: পাখিটি তখন রাস্তার ধারে ঘাসের বীজ খেতে ব্যস্ত। চঞ্চল। হলুদ রঙের মোটা শক্তপোক্ত ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে খাবার সংগ্রহ করছিল। মাথা ও গলা কালো। পেটের কাছটা সাদা। পিঠের ওপর কালো-ধূসর রেখা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরুণাচল প্রদেশের মিয়াও থেকে কয়েকজন চাংলাং জেলার বিজয়নগরের দিকে রওনা দিয়েছিলেন। সময়টা এখন থেকে মাত্র দিনতেরো আগে। ১৭ অক্টোবর ভোরে নামদাফা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাঁরা। ইচ্ছে ছিল লিসু রেন ব্যাবলার দেখবেন! কিন্তু তখন কে জানত, তাঁদের ভাগ্যে রয়েছে অন্য কিছু, অন্য নতুন বিস্ময়!
আরও পড়ুন: Odisha: বাস তখন ছুটছে, হার্ট-অ্যাটাক চালকের! স্টিয়ারিংয়ের উপরেই ঢলে পড়লেন তিনি...
ততক্ষণে বেলা খানিকটা গড়িয়েছে। ঘড়িতে সকাল ৯টা ৪০। ভোরে বেরিয়ে ততক্ষণে দলটির ৩৭ মাইল পথ অতিক্রম করা হয়ে গিয়েছে। হঠাৎই বান্টিং (bunting) গোত্রের একটি পাখি তাঁদের নজরে এল। গাড়ি থেকে দেখেই তাঁরা পাখিটিকে মোটামুটি শনাক্ত করে ফেললেন। তবে ভালো করে পাখিটিকে দেখার পরে তাঁরা ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এটি কোন জাতীয় বান্টিং!