EXPLAINED | SN Subrahmanyan: `কতক্ষণ বউয়ের দিকে তাকাবেন?` ৯০ ঘণ্টা কাজ করুন! মুখ খুলেই বিতর্কে এলঅ্যান্ডটি কর্তা
Deepika Padukone | SN Subrahmanyan: এর আগে ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি দেশের স্বার্থে তরুণদের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার নিদান দিয়েছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তাহে ৭০ ঘণ্টা আবার কখনও ৯০ ঘণ্টা। এমনকি রবিবারেও কাজ করতে হবে। কোনভাবে বাড়ি থেকেও কাজ করা যাবে না। এমনই বলেছেন লার্সেন অ্য়ান্ড টুব্রো সংস্থার চেয়ারম্যান! নিজের মতামত পেশ করতে গিয়ে মহিলাদের নিয়ে এমন নিম্ন রুচির মন্তব্য করে বসলেন এস এন সুব্রহ্মণ্যন, যে তুমুল সমালোচনার মুখে পড়তে হল তাঁকে।
জানা গিয়েছে, কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ চলাকালীন সুব্রহ্মণ্যনকে প্রশ্ন করা হয়, কেন এত বড় মাল্টি-বিলিয়ান ডলার মূল্যের একটি সংস্থা এখনও কর্মীদের শনিবার কাজ করাচ্ছে? তার জবাবে সুব্রহ্মণ্যন বলেন, তিনি তো হতাশ এটা ভেবে যে তিনি রবিবারেও কাজ করাতে পারছেন না। কারণ, তিনি মনে করেন প্রতিটা কর্মীর সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা উচিত। সুব্রহ্মণ্যন-এর ২০২৩-২৪ সালে মাইনে ছিল ৫১ কোটি টাকা। তার মধ্যে ৩.৬ কোটি টাকা বেস স্যালারি, ৩৫.২৮ কোটি টাকা কমিশন। এমনকি অবসর নেওয়ার পর ১০.৫ কোটি টাকা অবসরকালীন সুযোগ হিসেবে পাবেন।
তাঁর এই মন্তব্যের সেই ভিডিয়ো বর্তমানে নেটপাড়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'খুব খারাপ লাগছে আমি আমাদের কর্মীদের রবিবার কাজ করাতে পারছি না। যদি রবিবারেও কাজ করাতে পারতাম তাহলে খুব খুশি হতাম আমি।' এবং তিনি কর্মীদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, 'বাড়িতে বসে করেন কী আপনারা? কতক্ষণ নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকবেন?'
সুব্রহ্মণ্যন নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করেন যেখানে তিনি বলছেন, তাঁর এক চিনা ব্যক্তির সঙ্গে আলাপ হয়, যে চিনা ব্যক্তি নাকি দাবি করেছিলেন, চিনারা অনায়াসেই আমেরিকাকে হারিয়ে দিতে পারে। কারণ, চিনারা সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করেন। সেখানে মার্কিনিরা সপ্তাহে মাত্র ৫০ ঘণ্টা কাজ করেন।
অনেকেরই মতে, নারায়ণ মূর্তিকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি দেশের স্বার্থে তরুণদের সপ্তাহে মিনিমাম ৭০ ঘণ্টা কাজ করার নিদান দিয়েছিলেন। এই গোটা বিষয়ের নিন্দা করে দীপিকা পাডুকোন পোস্ট করে লেখেন, 'সত্যি এটি খুব অবাক করা বিষয়! এতবড় কোম্পানির একজন কর্তা কীভাবে এইরকম মন্তব্য করতে পারেন! #mentalhealthmatters'.