রেলকে পথ দেখিয়ে ১০ লক্ষ টাকা পুরস্কার চান? আজই শেষ দিন
`জন ভাগিদারি`তে অংশ নিতে আপনি আনলাইনে আবেদন করতে পারেন। https://www.innovate.mygov.in - এই ওয়েবসাইটে গিয়ে `CLICK HERE TO PARTICIPATE` অপশানে ক্লিক করতে হবে।
নিজস্ব প্রতিবেদন: নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার পেতে চান? তাও কোনও কায়িক পরিশ্রম না করেই! এর জন্য শুধু একটু মাথা খাটাতে হবে আপনাকে। ভাবছেন হয়ত, এ আবার কেমন রসিকতা! কিন্তু, বিষয়টি জানলে বুঝতে পারবেন এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি কতটা সত্য। কারণ, পুরস্কার দেবে ভারতীয় রেল। আর পুরস্কারের অর্থ পকেটে পোরার জন্য আপনার হাতে রয়েছে কেবল আজকের দিনটিই। কিন্তু, হঠাত্ কেন পুরস্কার দেবে রেল? ব্যাপারটা ঠিক কী?
রেলের পরিষেবার উন্নয়ন সাধনের মাধ্যমে আয় বৃদ্ধি করার কোনও অভিনব পথের সন্ধান যদি আপনি দিতে পারেন, তাহলেই মিলবে হাতে গরম ১০ লক্ষ টাকা। তবে আপনার দেখানো পথটাকে হতে হবে বাস্তব সম্মত। আর তাহলেই কেল্লাফতে। সুনির্দিষ্টভাবে কোনও পরিষেবা উন্নয়েনের মাধ্যমে রেলের আয় বাড়াতে দেশবাসীর কাছ থেকে পরিকল্পনা চাইছে কেন্দ্রীয় সংস্থাটি। এজন্য আপনাকে অংশগ্রহণ করতে হবে ভারতীয় রেল পরিচালিত 'জন ভাগিদারি' প্রতিযোগীতায়। আরও পড়ুন- রাজধানী-দুরন্তে এসি-টু টিয়ারের বদলে থ্রি টিয়ারের ভাবনা রেলের
কিন্তু কীভাবে অংশ নেবেন?
'জন ভাগিদারি'তে অংশ নিতে আপনি আনলাইনে আবেদন করতে পারেন। https://www.innovate.mygov.in - এই ওয়েবসাইটে গিয়ে 'CLICK HERE TO PARTICIPATE' অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে 'পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন ফর্ম' এবং 'এন্ট্রি সাবমিশন ফর্ম' পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আপনাকে ই-মেল আইডি এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এই নম্বর এবং ই-মেল আইডিতেই আসবে 'কনফার্মেশন'। আরও পড়ুন- সুখবর! ভাড়া কমল রাজধানী-শতাব্দীর
আপনার দেখানো পন্থা পছন্দ হলে রেলের তরফে মোট ৪টি পুরস্কার দেওয়া হবে। দেখে নিন সেই তালিকা-
প্রথম পুরস্কার- সর্বোচ্চ ১০ লক্ষ টাকা।
দ্বিতীয় পুরস্কার- সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।
তৃতীয় পুরস্কার- সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।
চতুর্থ পুরস্কার- সর্বোচ্চ ১ লক্ষ টাকা।