নিজস্ব প্রতিবেদন: বিরোধিতার মধ্যেই রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মঙ্গলবার বিল পেশের পর রাজ্যসভায় শুরু হয়েছে বিলের ওপর বিতর্ক। এর আগে ২ বার রাজ্যসভায় তিন তালাক বিল পাশ করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। তবে এবার বিলটি পাশ করানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



লোকসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্যসভায় ছত্রভঙ্গ হয়ে পড়েছে বিরোধীরা। ওদিকে সংসদের উচ্চকক্ষে ক্রমশ শক্তি বেড়েছে বিজেপির। যার জেরে গত সপ্তাহেই রাজ্যসভায় RTI সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে সরকার। 


রাজ্যসভায় কোনও বিল পাশ করাতে প্রয়োজন হয় ১২০ জন সাংসদের সমর্থন। জগনমোহনের YSRCP(2), JDU(6), AIADMK(12) ও TRS(6) ভোটদানে বিরত থাকবে বলে জানিয়েছে। সরকারকে সমর্থনের আশ্বাস দিয়েছে বিজেডি। তাদের রয়েছে ৭ জন সাংসদ। ফলে ১০৩টি ভোট পেলেই রাজ্যসভায় পাশ হয়ে যাবে তিন তালাক বিরোধী বিল।


 সারদার টাকা ফেরৎ দিতে চেয়ে ইডিকে চিঠি সাংসদ শতাব্দী রায়ের


মঙ্গলবার রাজ্যসভায় বিলটি পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত সপ্তাহেই রাজ্যসভায় RTI সংশোধনী বিল পাশ করিয়েছে সরকার।  এই বিল আইনে রূপান্তরিত হলে RTI কমিশনারদের বেতন ও মেয়াজ নির্ধারণ করবে সরকার। ভোটাভুটিতে সরকারের পক্ষে পড়ে ১১৭টি ভোট। বিপক্ষে ৭৫টি।