বায়ুসেনায় সামিল হল দেশে তৈরি প্রথম জঙ্গিবিমান তেজস, পেল চূড়ান্ত ছাড়পত্র
এদিন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া তেজসের চূড়ান্ত ছাড়পত্র প্রকাশ্যে আনেন। এর পর একটি তেজস বিমানে সওয়ার হন তিনি। তার আগে তিনি বলেন, `ভারতীয় প্রতিরক্ষায় দিনটি মাইল ফলক হয়ে থাকবে।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় বায়ুসেনায় সামিল হওয়ার জন্য চূড়ান্ত ছাড়পত্র পেল দেশে তৈরি প্রথম জঙ্গিবিমান তেজস। বৃহস্পতিবার অস্ত্রসজ্জিত অবস্থায় যুদ্ধে যোগদানের জন্য প্রয়োজনীয় ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স পেল এই হালকা জঙ্গিবিমান। এদিন বেঙ্গালুরুতে অ্যারোইন্ডিয়া শো ২০১৯-এ বিমানটিকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়।
এদিন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া তেজসের চূড়ান্ত ছাড়পত্র প্রকাশ্যে আনেন। এর পর একটি তেজস বিমানে সওয়ার হন তিনি। তার আগে তিনি বলেন, 'ভারতীয় প্রতিরক্ষায় দিনটি মাইল ফলক হয়ে থাকবে। বিমানটির বিভিন্ন পরিস্থিতিতে ওড়ার ক্ষমতা রয়েছে। এছাড়া নিখুঁত লক্ষ্যভেদ করতে পারে এই বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র।'
অস্বস্তি বাড়ল মোদী সরকারের, রাফাল রায় পুনর্বিচারে রাজি হল সুপ্রিম কোর্ট
গত ১৬ ফেব্রুয়ারি পোখরানে বায়ুসেনার মহড়ায় আকাশ থেকে ভূমি ও আকাশ থেকে আকাশে লক্ষ্যভেদ করে দেখিয়েছে তেজস। উড়তে উড়তে জ্বালানি ভরার চ্যালেঞ্জেও সফল হয়েছে সে।