নিজস্ব প্রতিবেদন: জেএনইউ, ডিইউইয়ের পর এবার ত্রিপুরা, ছাত্র সংসদ নির্বাচনে ঝড়ে উড়ে গেল গেরুয়া শিবির। জেএনইউ-এ হৈ হৈ করে জিতেছে বামেরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া শিবিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংঠন। এবার ত্রিপুরাতেও গো হারান হারল আরএসএসের ছাত্র সংঠন। ছাত্র ভোটে ত্রিপুরায় ২২টি ছাত্র সংসদেই হার এভিভিপি'র। ভারতের ছাত্র ফেডারেশন এবং আদিবাসী ছাত্র সংগঠনের সমঝোতার সামনে কার্যত আত্মসমর্পণই করতে হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে। ত্রিপুরায় ২২টি ছাত্র সংসদের মোট ৭৭৮টি আসনের মধ্যে ৭৫১টি আসনেই জয়ী হয়েছে এসএফআই এবং আদিবাসী ছাত্র সংগঠনের (টিএসইউ) প্রতিনিধিরা। বাকি ২৭টি আসনেই কেবল জয়ী হয়েছে আরএসএসের ছাত্রসংগঠন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ত্রিপুরার ছাত্র সমাজ সাম্প্রদায়িক শক্তিকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমাজে রক্তক্ষরণ যারা করছে তার বিরুদ্ধে ত্রিপুরার প্রতিটি ক্যাম্পাস গর্জে উঠেছে। আগামী দিনেও এর প্রতিফলন দেখা যাবে", বামেদের এই বিরাট জয়ে প্রতিক্রিয়া এসএফআইয়ের শীর্ষ নেতা দেবজ্যোতি দাসের। একই সঙ্গে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এই জয়ে ত্রিপুরার সকল ছাত্রবৃন্দদেরও অভিনন্দন জানিয়েছেন। মানিক সকারের ত্রিপুরায় যেভাবে গেরুয়া শিবিরকে পরাস্ত করেছে দলের ছাত্র সংগঠন তাতে শুভেচ্ছাবার্তা এসছে সিপিএমের শীর্ষস্তর থেকেও।