ওয়েব ডেস্ক: একটানা ১১ ঘণ্টার 'মরণপণ' লড়াই। হয় মৃত্যু নয় জীবন! বিছানায় শুয়ে চিতা, কখনও ঘুরে বেড়াচ্ছে ডাইনিং হলে, কখনও আবার হাই তুলে ঘুম! বাসগৃহে 'চিতাকাণ্ড' নিয়ে তোলপাড় হরিদ্বার।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্কুলে চিতা, বাথরুমে অজগর-নিত্যদিনের বহমান ঘটনাবলীতে এই ঘটনাগুলো এখন আর নতুন কিছু নয়। গল্পের গরু গাছে ওঠার দিন শেষ, বাঘ এসেছে, বাঘ এসেছে, এই কল্পকাহিনি এখন আর শুধু গল্প নয়, সত্যি সত্যিই ঘটছে এমন। গৃহস্থ জীবন এখন চিতার হানায় সংকটে। হরিদ্বার শহরের রাজাজি ন্যাশনাল পার্কের ঘটনা। বাড়িতে ঢুকে পড়েছে চিতা, খবর পেয়েই ঘটনাস্থলে বনকর্মীরা। ১১ ঘণ্টার চেষ্টায় খাঁচায় বন্দী করা হয়েছে বনের ঘাতককে। যেভাবে ওই চিতাকে খাঁচা বন্দী করা হয়েছে, তা দেখতে গোটা ন্যাশনাল পার্কে ভিড় জমে যায়। বিনিদ্র রাত কাটিয়ে চিতাকে পাকড়াও করার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছে ওই অঞ্চলের বাসিন্দারা। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর এই 'উদ্ধারকাজে' চিতাটি আহত হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চিতাকে পর্যবেক্ষণ করার পরই তাকে কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে সিন্ধান্ত নেবে বন দফতর। 


শুধু হরিদ্বার নয়, এমনই এক ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরেও। সেখানেও চিতাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বন দফতর।