নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের নয়া ৩ কৃষি আইন(Farm Laws) নিয়ে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে বলে তৃণমূল-কংগ্রেস-সিপিএমকে নিশান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নয়া কৃষি আইন চালু হওয়ার পথে বাধা সৃষ্টি না করতে কৃষকদের আবেদন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-''Mamata-র আমলে কৃষকদের কোনও আন্দোলন দেখেছেন?', Modi-কে পাল্টা প্রশ্ন Sougata-র


শুক্রবার দিল্লিতে এক সমাবেশে রাজনাথ সিং(Rajnath Singh) কৃষকদের আবেদন করেন, 'নয়া কৃষি আইন অন্তত ২-৩ বছর চলতে দেওয়া হোক। এই তিন আইনকে পরীক্ষামূলক হিসেবে নেওয়া হোক। যদি মনে হয় নয়া কৃষি আইন কৃষকদের স্বার্থের বিরোধী তা হলে সরকার ওই আইনে প্রয়োজনীয় সংশোধন করবে। যাঁরা ধরনায় বসে রয়েছেন তাঁরা কৃষক। এঁদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।'



এখনও পর্যন্ত ৩ কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে সরকারের। কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ফসলের ন্যূনতম(MSP) দাম কোনওভাবেই বাতিল করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে তা বাড়ানো হয়েছে। পাশাপাশি মান্ডি সিস্টেমও তোলা হচ্ছে না। তবে কৃষকদের দাবি মতো নয়া ৩ কৃষি আইন বাতিলের দাবির কাছে এখনও পর্যন্ত কোনও নরম মনভাব দেখায়নি সরকার। বরং কৃষি আইনের সমর্থনে মানুষকে বোঝাতে দেশজুড়ে ১০০ সাংবাদিক সম্মেলন ও ৭০০ সভা করার পরিকল্পনা করেছে বিজেপি। তারই একটি সভায় আজ বক্তব্য রাখছিলেন রাজনাথ।


আরও পড়ুন-রাজনৈতিক আখেরের জন্য কৃষকদের ভবিষ্যত নিয়ে খেলবেন না, বিরোধীদের তুলোধনা Modi-র


প্রতিরক্ষামন্ত্রী এদিন দিল্লির দ্বারকার এক সভায় কৃষকদের উদ্দেশ্য বলেন, 'সব সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করে ফেলা হবে। প্রধানমন্ত্রী(Narendra Modi) চান কৃষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে। আন্দোলনকারী কৃষকদের কাছে আমার অনুরোধ, আলোচনায় বসুন। যারা ধরনার বসে রয়েছেন তাঁরা কৃষক। তাঁদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।আমি নিজে এক কৃষক পরিবারের সন্তান। মোদী সরকার এমন কিছুই করবে না যা কৃষক স্বার্থের বিরোধী।'


উল্লেখ্য, দিল্লির(Delhi) উপকন্ঠে কৃষকদের আন্দোলন প্রায় একমাস হতে চলল। কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকের পর তাদের এখন একটাই দাবি, নয়া ৩ কৃষি আইন প্রত্যাহার করতে হবে। প্রয়োজন হলে তারা ছামাস কিংবা এক বছর ধরনায় বসে থাকবেন তাঁরা। রাজনাথ সিং এনিয়ে আজ বলেন,সরকার আলোচনা চালিয়ে যেতে চায়। কৃষকরা যদি চান আলোচানায় বিশেষজ্ঞদের সামিল করতে হবে তাতেও আপত্তি নেই সরকারের। ফসলের ন্যূনতম দাম(MSP) থাকবে। এনিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে কিছু লোক।