ওয়েব ডেস্ক: বিহারে নীলগাইয়ের যা হচ্ছে, পশ্চিমবঙ্গের হাতিদেরও ভাগ্যেও কী তাই লেখা রয়েছে? উত্তর দেননি বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ। বরং হাতিদের প্রাণরক্ষায় নেপাল সীমান্তে বিদ্যুতের বেড়া তুলে দেওয়ার দাবি করেছেন তিনি।


শিলিগুড়ির সুকনা ফরেস্ট বাংলোয় আজ দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বনমন্ত্রী। তিনি জানিয়েছেন বনসৃজন, বক্সায় বাঘের সংখ্যা বাড়ানো ও বনরক্ষীদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি, গৃহপালিত পশুদের সংস্পর্শে বন্যপ্রাণীরা যাতে সংক্রমিত না হয়, সেজন্য তাদের টীকাকরণের ব্যবস্থাও হবে। হালেই উত্তরবঙ্গের জঙ্গলে গৃহপালিত পশুর সংস্পর্শে কিছু বারোশিঙ্গা হরিণের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন বনদফতর।