ওয়েব ডেস্ক: ৩ হাজার জনসংখ্যা বিশিষ্ট ছত্তিশগড়ের গ্রামাঞ্চলে মদ বিক্রি নিষিদ্ধ করল রমন সিং সরকার। এর আগে ২ হাজার জনসংখ্যার গ্রামের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারিছিল। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী রমন সিং আরও জানিয়েছেন, "মধ্যসত্বভোগীদের মাধ্যমে মদ বিক্রি একেবারে বন্ধ হয়ে গেছে রাজ্যে। এখন শুধু সরকার অনুমোদিত দোকান থেকেই মদ বিক্রি হয়"।



উল্লেখ্য, সম্প্রতি জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান বা বারগুলিকে নিষিদ্ধ করেছে মহামান্য সুপ্রিমকোর্ট। এর কয়েকমাস আগেই বিহারে পুনর্বার ক্ষমতায় এসে সমগ্র রাজ্য থেকে মদ নিষিদ্ধ করেছিলেন নীতিশ কুমার। (আরও পড়ুন- সংসদে পাশ এইচআইভি-এইডস বিল )