ওয়েব ডেস্ক: বাজেট পেশ হওয়ার পরই নির্ধারিত হয়ে গিয়েছিল কোন কোন জিনিসের দাম বাড়বে আর কোন জিনিসের দাম কমবে। কিন্তু তা ধার্য হল আজ থেকে। বাজেটে তো আমরা জেনেই গিয়েছিলাম কোন কোন জিনিসের দাম কী হতে চলেছে। তবু আজ একবার জেনে নিন কোন কোন জিনিসের দাম কমল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে যে জিনিসের দাম কমল-


১) জুতো।
২) সোলার ল্যাম্প।
৩) সেট টপ বক্স, সিসিটিভি, ডিজিট্যাল ভিডিও রেকর্ডার, ব্রডব্যান্ড, মোডেম।
৪) হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল।
৫) কমদামী বাড়ি। ৬০ বর্গকিলোমিটারের মধ্যে যে সমস্ত বাড়ি রয়েছে তার দাম।
৬) লোক শিল্পী এবং তাঁর পারফরম্যান্স।
৭) ফ্রিজের জিনিসপত্রের।
৮) পেনশন প্ল্যান।
৯) মাইক্রোয়েভ ওভেন।
১০) স্যানিটারি প্যাড।
১১) ব্রেইল পেপার।
১২) স্টেরিলাইসড ডায়ালাইজার।