জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে দেশের প্রথম লিথিয়ামের মজুদ পাওয়া গিয়েছে দেশে। জম্মু ও কাশ্মীরে ৫.৯ মিলিয়ন টন লিথিয়ামের মজুদ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিথিয়াম একটি অ-লৌহঘটিত ধাতু এবং এটি ইভি ব্যাটারির অন্যতম প্রধান উপাদান।


বৃহস্পতিবার খনি মন্ত্রক জানিয়েছে, ‘ভারতীয় ভূতাত্ত্বিক সমীক্ষা প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম অনুমানকৃত সম্পদ (G3) জমা রয়েছে বলে মনে করেছে’।


সেখানে আরও বলা হয়েছে যে লিথিয়াম এবং গোল্ড সহ ৫১টি খনিজ ব্লক সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন: Interest Rate: এবার মধ্যবিত্তের পকেটে ধাক্কা পিএনবি-ব্যাঙ্ক অফ বরোদার, ভাবতে বাধ্য হবেন আপনি


মন্ত্রক জানিয়েছে, ‘এই ৫১টি খনিজ ব্লকের মধ্যে, পাঁচটি ব্লক স্বর্ণ সম্পর্কিত এবং অন্যান্য ব্লকগুলি জম্মু ও কাশ্মীর (UT), অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা অর্থাৎ মোট ১১টি রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পটাশ, মলিবডেনাম, বেস ধাতু ইত্যাদি পণ্য সম্পর্কিত’।


২০১৮-১৯ সালের ফিল্ড মরসুম থেকে আজ পর্যন্ত GSI-এর করা কাজের উপর ভিত্তি করে ব্লকগুলি প্রস্তুত করা হয়েছিল।


এর বাইরে কয়লা ও লিগনাইটের মোট ৭৮৯৭ মিলিয়ন টন সম্পদের ১৭টি প্রতিবেদনও কয়লা মন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়েছে।


বৈঠকে জিএসআই কাজ করে এমন বিভিন্ন থিম এবং কাজের ক্ষেত্রে সাতটি প্রতিবেদন প্রকাশ করা হয়।


আরও পড়ুন: Indian Railways: স্বাধীনতার ৭৫ বছর পরেও পরাধীন, আজও ব্রিটিশদের দখলে ভারতের এই রেললাইন


মন্ত্রক আরও জানিয়েছে, ‘আসন্ন ফিল্ড সিজন ২০২৩-২৪ এর জন্য প্রস্তাবিত বার্ষিক প্রোগ্রামটি বৈঠকে উপস্থাপন এবং আলোচনা করা হয়েছিল। আসন্ন ২০২৩-২৪ বছরে, জিএসআই ১২টি সামুদ্রিক খনিজ অনুসন্ধান প্রকল্প সহ ৩১৮টি খনিজ অনুসন্ধান প্রকল্প সমন্বিত ৯৬৬টি কর্মসূচি গ্রহণ করছে’।


GSI ১৮৫১ সালে রেলওয়ের জন্য কয়লা খুঁজে বের করার জন্য তৈরি হয়। বছরের পর বছর ধরে, GSI শুধুমাত্র দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ভূ-বিজ্ঞান তথ্যের ভান্ডারে পরিণত হয়নি বরং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ভূ-বৈজ্ঞানিক সংস্থার মর্যাদাও অর্জন করেছে।


এই জিএসআই এর প্রধান কাজগুলি জাতীয় ভূ-বৈজ্ঞানিক তথ্য এবং খনিজ সম্পদ মূল্যায়ন তৈরি এবং আপডেট করার সঙ্গে সম্পর্কিত। এর উদ্দেশ্যগুলি স্থল সমীক্ষা, বায়ুবাহিত এবং সামুদ্রিক সমীক্ষা, খনিজ অনুসন্ধান, বহু-বিষয়ক ভূ-বিজ্ঞান, ভূ-প্রযুক্তিগত, ভূ-পরিবেশগত এবং প্রাকৃতিক বিপদ অধ্যয়ন, গ্ল্যাসিওলজি, সিসমো-টেকটোনিক অধ্যয়ন এবং মৌলিক গবেষণার মাধ্যমে অর্জন করা হয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)