ওয়েব ডেস্ক : ঠিক যেন একটা সেলুলয়েডের দৃশ্য। রাস্তায় দাড়িয়ে থাকা গাড়ি ও মানুষের দিকে ধেয়ে আসছে এক বন্য হাতি। হিংস্র। ক্ষিপ্ত। আক্রমণের এ যেন ঠিক প্রাক মুহূর্ত। সকলেই ভাবছেন এবার বোধহয় আর বাড়ি ফেরা হল না। শেষ পর্যন্ত হাতির হানাতেই প্রাণ হারাতে হবে। কিন্তু তারপর?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তারপর যা ঘটল সেদিন, তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল হাতিটি। আক্রমণের উদ্দেশেই হবে হয়তো। ঠিক সেই সময় সামনে এলো এক শিশুকন্যা। বছর সাতেক বয়স হবে। সরাসরি হাতিটির সামনে চলে গেল সে। হাত উঁচিয়ে বিশালকায় প্রাণীটিকে লাগালো জোর ধমক। "এখুনি ফিরে যা, নইলে বুঝবি মজা!" ধমক দেওয়া মাত্রই মাথা নিচু করে জঙ্গলে মিলিয়ে গেল হাতিটি। আর এই দৃশ্য দেখে তখন হতবার রাস্তা দাঁড়িয়ে পড়া যাত্রীরা।


তবে, এটা গল্প নয়। নয় কোনও সিনেমার দৃশ্য। বাস্তবেই ঘটেথে এমন ঘটনা। আশ্চর্য এই ঘটনার ভিডিওটি দেখুন নিজের চোখেই-