নিজস্ব প্রতিবেদন: তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনের ভোটগণনা শুরু হয়েছে নির্ধারিত সময়েই। গণনার শুরুতেই এগিয়ে রয়েছে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। তাঁদের পিছনেই রয়েছে কংগ্রেস। অন্যান্যরা সবমিলিয়ে তৃতীয় স্থানে। বিজেপি অনেকটা পিছিয়ে চার নম্বরে রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LIVE Update


তেলঙ্গানায় চন্দ্রশেখর রাও-এর টিআরএস ৯১টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ২২টি আসনে। বিজেপি ১টি আসন এগিয়ে রয়েছে। ৫টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা।


জিতে গিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসির ভাই আকবরুদ্দিন ওয়াইসি।


টিআরএস ৬১, টিআরএস ৩৩, বিজেপি ২ ও অন্যান্যরা ৯টি আসনে এগিয়ে।


গণনা শুরুর পর কেটে গিয়েছে প্রায় দেড় ঘণ্টা। শুরুর দিকে জোর লড়াইয়ের পর একটু একটু করে টিআরএসের কাছে পিছু হঠছে কংগ্রেস।


তেলঙ্গানায় টিআরএসের সরকার রয়েছে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর নেতৃত্বেই সব আসনে একাই লড়ছে টিআরএস। অন্যদিকে টিআরএসকে ক্ষমতাচূত্য করতে হাত মিলিয়েছে কংগ্রেস ও টিডিপি। প্রজা কুটমি বা জনসাধারণের ওই জোটে সিপিআই ও তেলঙ্গানা জন সমিতিও রয়েছে।


LIVE TV-তে দেখুন লেটেস্ট আপডেট


২০১৩ সালে তেলঙ্গানা নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ২০১৪ সালে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়েছিল। ভোটে জিতে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। এবারও ২০১৯-এ লোকসভার সঙ্গেই ওই রাজ্যে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সরকার ভেঙে দিয়ে অনেক আগেই ভোটের লড়াইয়ে নামেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর।


তেলঙ্গানায় এবার ১৮২১ জন প্রার্থী রয়েছেন। এখানে একদফাতেই ভোটগ্রহণ হয়েছে। ২৮ নভেম্বর তেলঙ্গানায় ভোট নেওয়া হয়।