নিজস্ব প্রতিবেদনঃ রাষ্ট্রপতি নির্বাচনের আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধীদের বৈঠক দিল্লির কন্সটিটিউশন ক্লাবে। বিকেল ৩টে নাগাদ শুরু হয়েছে এই বৈঠক। এই বৈঠকের আগে থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ই কী চাণক্য?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঙালির হাতেই রাইসিনার চাবিকাঠি রয়েছে কীনা সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাওয়া যাবে বুধবারের বৈঠকের পরে। এই বৈঠকের পরে কিছুটা আন্দাজ পাওয়া যাবে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে অবিজেপি শক্তিগুলিকে একজোট করার যে প্রক্রিয়া গত কয়েকমাসে বার বার দেখা গেছে তার চালিকাশক্তি কে।  


5.15pm: সর্বসম্মতভাবে শরদ পাওয়ারের নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি পাওয়ার রাজি থাকেন। 


5.13pm:



5.10pm: যারা বৈঠকে আসেননি তাদের সঙ্গে আগামী ২-৩ দিনে যোগাযোগ করে বৈঠকের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন শরদ পাওয়ার। 


5.04pm: বৈঠকে সভাপতিত্ব করেন শরদ পাওয়ার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্বাধীনতার ৭৫ বছরে যে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে, সেখানে আমরা একসঙ্গে একজন প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছি যিনি সনবগিধানকে রক্ষা করতে পারবেন এবং  মোদী সরকারকে দেশের খহতি এবং সমাজের ক্ষতি করা থেকে আটকাতে পারবেন।  


5.03pm: শেষ হয়েছে বৈঠক।


3.57pm:



3.51pm: 



3.50pm:


  


3pm: বৈঠকে এসেছেন মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, প্রফুল পটেল, অখিলেশ যাদব।


2.55pm: কংগ্রেসের তরফে জয়রাম রমেশ, রণদীপ সুরজেওয়ালা এবং মল্লিকার্জুন খার্গে।


2.54pm: ডিএমকে-র তরফে এসেছেন টিআর বালু


2.53pm: শিবসেনার তরফে আসেন সুভাষ দেসাই এবং প্রিয়াঙ্কা চতুর্বেদী


2.51pm: আইইউএমএল-এর তরফে বৈঠকে আসেন ইটি মহম্মদ বসির।


2.50pm: বৈঠকে যোগ দিয়েছে দেবেগৌড়া এবং তাঁর পুত্র কুমারস্বামী


আরও পড়ুন: Presidential Polls 2022: মমতার হাতেই রাইসিনার চাবিকাঠি? দিল্লির বৈঠকে নজর রাজনৈতিক মহলের


2.46pm: বাম দলগুলিও যোগ দিয়েছে বৈঠকে। সিপিআইএম-এর তরফে এসেছেন এলামারাম করিম এবং সিপিআই-এর তরফে এসেছেন বিনয় ভিস্বম


2.46pm: আরএস্পি-র তরফে বৈঠকে যোগ দেন প্রেম চন্দ্রন এবং আরজেডি-র তরফে আসেন মনোজ সিনহা।


2.15 pm: বৈঠকে পৌঁছান দীপঙ্কর ভট্টাচার্য।


2.15pm: বইথক্সথলে পৌঁছে জান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)