Bihar Election Results 2020 LIVE: সরকার গঠনের পথে এনডিএ! বিহারবাসীকে ধন্যবাদ জানালেন মোদী
Latest Updates
১২৩টি আসন পেয়ে বিহারে ফের ক্ষমতায় এনডিএ। ১১৩-তে থমকে গেল আরজেডি। অন্যান্য ৭। বৃহত্তম দল আরজেডি। তেজস্বী যাদবের দল পেয়েছে ৭৭টি আসন। ৪৩ টি আসন পেয়েছে জেডিইউ।
গণনা একেবারে শেষপর্যায়ে। নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার রাত ১টায় সাংবাদিক সম্মেলনে জানান হয়, ২২৩ আসনে এখনও পর্যন্ত ফল ঘোষণা করা হয়েছে। বাকী ২০ আসনের মধ্যে ১৭ আসনের ভোটগণনা চলছে। ৩ আসনেও গণনা শেষ হয়ে গিয়েছে।
এখনও প্রর্যন্ত যা প্রবণতা তাতে ম্যাজিক ফিগারের(১২২) থেকে এগিয়ে বিজেপি। নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা না করলেও এনডিএর জয় ঘোষণা করে দিল বিজেপি।
নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে বিজেপি জয়ী হয়েছে ৬৮ আসনে, জেডিইউ জয়ী ৪০ আসনে, ভিআইপি ৪, হাম ৪, আরজেডি জয়ী ৭১ আসনে, কংগ্রেস জয়ী ১৮ আসনে, সিপিআইএমএল ১২ আসনে, মিম ৫ আসনে।
অমিত শাহ টুইট করেছেন, এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ-র নীতির প্রতি সমর্থন। করোনার বিরুদ্ধে মোদী সরকারের সাফল্যই নয়, গরিব, শ্রমিক. কৃষক ও যুবকদের ভরসার প্রতিফলন ঘটেছে।
আত্মনির্ভর ভারতের পক্ষে জনাদেশ দিয়েছে বিহার। এনডিএ-র ফের ক্ষমতায় ফেরা স্পষ্ট হতেই টুইট করে বিহারবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানালেন বিহারে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব।
১৮৩টি আসনে ফল ঘোষণা। এনডিএ-র ঝুলিতে ৯০টি। বিজেপি পেয়েছে ৫১টি। জেডিইউ ৩২। ৮৬ আসন জিতে টক্কর দিচ্ছে মহাজোট।
ব্যালট খতিয়ে দেখার প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি করতে হবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে।
জেতার ব্যবধান বাতিল পোস্টাল ব্যালট পেপারের চেয়ে কম হতে পারে। সেক্ষেত্রে বাতিল পোস্টাল ব্যালট খতিয়ে দেখবেন রির্টানিং অফিসার।
কারও চাপে কাজ করে না নির্বাচন কমিশন। সমস্ত আধিকারিকরা দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করছেন। জানিয়ে দিলেন নির্বাচন কমিশনের সাধারণ সেক্রেটারি জেনারেল উমেশ সিনহা।
নির্বাচনে কারচুপির অভিযোগ করলেন আরজেডি নেতা মনোজ ঝা। নালিশ করলেন নির্বাচন কমিশনে। মনোজ ঝা বলেন,''সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কমিশন। আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।''
একটি আসনে জিতল চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।
২৪৩টির মধ্যে ৫২টি আসনে ফল প্রকাশিত হল। বিজেপি ও আরজেডি ১৬টি করে আসন জিতেছে। ৭টি আসন ঝুলিতে পুরেছে জেডিইউ। কংগ্রেস ও সিপিআই (এমএল) পেয়েছে ৩টি করে আসন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে পৌঁছলেন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার ও বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, ৬৭টি আসনে এগিয়ে বিজেপি। ৬ আসন ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে। আরজেডি ৬টি আসন জিতেছে। ৬৮টি আসনে এগিয়ে। জেডিইউ ৩৭ আসনে এগিয়ে। ৪টি জিতেছে। কংগ্রেস ১৮ আসনে এগিয়ে রয়েছে। ২টি আসন জিতেছে তারা।
ভোটপ্রবণতায় এনডিএ ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিলতেই নীতীশ কুমারকে ফোন করলেন অমিত শাহ। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ কথা হয়েছে দু'জনের।
সন্ধে নামলেও বিহারে এখনও অর্ধেক ভোটগণনা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার আশিস কুন্দ্রা বলেন,''মোট ৭৭৩৭টি রাউন্ডের মধ্যে ৪৮৫৮টি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ১১৯টি কেন্দ্রে গণনা অর্ধেক বাকি।''
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, বিজেপি জিতেছে ৫টি আসনে। তারা এগিয়ে ৬৭-তে। জেডিইউ এগিয়ে ৪১ আসনে। ২ আসনে জিতেছে। আরজেডি এগিয়ে ৭২ আসনে। ২ আসনে জিতেছে তারা। কংগ্রেস ১৯টি আসনে এগিয়ে। জিতেছে ১টি।
মহাজোট ক্ষমতায় আসছে বলে দাবি করলেন আরজেডি সাংসদ মনোজ ঝা। তিনি বলেন,''বিহারে তার পছন্দমতো সরকারই পেতে চলেছে। সেটা কেউ আটকাতে পারবে না। মুখ্যমন্ত্রীর বিদায় নিশ্চিত। রিটার্নিং অফিসারদের দিয়ে ভোটগণনা স্লথ করছেন। সেটা বন্ধ করুন।''
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, ৪টি আসনে জিতে গিয়েছে বিজেপি। তারা এগিয়ে ৬৯টি আসনে। ২ করে আসন জিতেছে জেডিইউ ও আরজেডি। জেডিইউ এগিয়ে ৪১টি আসনে। ৬৯টি আসনে এগিয়ে আরজেডি।
৭০টি আসনে প্রার্থী দিয়ে অর্ধেকও পাচ্ছে না কংগ্রেস। প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত ১টি আসন জিতেছে তারা। এগিয়ে ১৯টি আসনে। কংগ্রেসের স্ট্রাইক রেট সবচেয়ে কম। সিপিআই (এমএল) পর্যন্ত ১৯টি আসনে প্রার্থী দিয়ে ১২টিতে এগিয়ে গিয়েছে। সিপিএম ৪টের মধ্যে ৩টিতে।
সুষ্ঠুভাবে ভোটগণনা হচ্ছে। এখনও পর্যন্ত ১ কোটি ভোট গণনা হয়ে গিয়েছে বলে জানাল নির্বাচন কমিশন।
অকাল হোলি বিজেপি মহিলা মোর্চার। শাঁখ বাজিয়ে, গেরুয়া আবিরে উদযাপন।
পটনায় বাজি ফাটিয়ে জয় উদযাপন বিজেপি কর্মী-সমর্থকদের।
ইভিএম নিয়ে অভিযোগ উঠতেই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন স্পষ্ট করলেন, ইভিএমে কারচুপি সম্ভব নয়, এটা বারবার বলা হয়েছে। ইভিএমের সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্টও একাধিকবার সহমত হয়েছে। ২০১৭ সালে ইভিএম হ্যাকিংয়ের চ্যালেঞ্জ দিয়েছিল নির্বাচন কমিশন। ইভিএম নিয়ে সংশয়ের কোনও কারণ নেই।
এনডিএ এগোতেই পটনায় সেলিব্রেশন শুরু বিজেপি কর্মীদের।
কংগ্রেসের জাতীয় মুখপাত্র উদিত রাজের কথায়,''কংগ্রেস জিতলেও ইভিএম তুলে দেওয়া উচিত। মঙ্গল বা চাঁদে উপগ্রহ নিয়ন্ত্রণ করা গেলে ইভিএম কেন নয়? হরিয়ানায় ভোটে কিছু ব্লুটুথ দিয়ে ইভিএম কারচুপি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল কয়েকটা ছেলে। বিহারের জন্য, সমস্ত নির্বাচনেই ইভিএম ব্যবহার করা উচিত নয়।''
ফের ইভিএম-কে হ্যাকিংয়ের অভিযোগ তুললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র উদিত রাজ।
বিহারে প্রাথমিক ভোটপ্রবণতায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল এনডিএ। ২৪৩টি আসনের মধ্যে এনডি এগিয়ে ১২৭টি আসনে। ১০১টি আসনে এগিয়ে রয়েছে মহাজোট।
ছয় রাউন্ডের শেষে হাসানপুর থেকে এগিয়ে গেলেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, ১২৫টি আসনে এগিয়ে এনডিএ। মহাজোট এগিয়ে ১০১টি আসনে।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, বিহারে ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গিয়েছে এনডিএ। তারা এগিয়ে ১১৯টি আসনে। ৬১টি আসনে এগিয়ে বিজেপি। অন্যদিকে, ১০০টি আসনে এগিয়ে মহাজোট।
রাঘোপুর আসনে এগিয়ে রয়েছেন লালপুত্র তেজস্বী যাদব।
বেলা বাড়তেই ভোট প্রবণতায় পিছিয়ে পড়ছে মহাজোট। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, এনডিএ এগিয়ে ১১৭টি আসনে। ৯৫টি আসনে এগিয়ে মহাজোট।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রাথমিক ভোট প্রবণতায় ২০০টি আসনের মধ্যে এনডিএ এগিয়ে ১০২টি আসনে। ৮৮টি আসনে এগিয়ে মহাজোট।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে প্রাথমিক ভোট প্রবণতায় ১৮৯টি আসনের মধ্যে এনডিএ এগিয়ে ৯৭টি আসনে। ৮২টি আসনে এগিয়ে মহাজোট।
প্রাথমিক ভোট প্রবণতায় মহাজোট পিছিয়ে থাকায় জেডিইউ নেতা কেসি ত্যাগীর দাবি, লোকসভা ভোটে ২০০টি আসন পেয়েছিল এনডিএ। গত ১ বছরে তেমন বড় পরিবর্তন হয়নি। কোভিড-১৯-র প্রভাব পড়েছে।
হাসানপুর কেন্দ্রে জেডিইউ প্রার্থীর কাছে পিছিয়ে পড়েছেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, ১৬১ টি আসনের মধ্যে এনডিএ গিয়ে ৮১টিতে। ৭৫টি আসনে এগিয়ে মহাজোট।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি। এনডি এগিয়ে ২৪টি আসনে। ১৮টি আসনে এগিয়ে মহাজোট।
গণনার প্রাথমিক প্রবণতায় ১২১টি আসনে এগিয়ে মহাজোট। এনডি এগিয়ে ১০৭টি আসনে।
বিহারে ভোটগণনার প্রাথমিক প্রবণতায় আসন সংখ্যায় এগিয়ে আরজেডি। সবচেয়ে ক্ষতি হয়েছে নীতীশের দল জেডিইউ-র। নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিজেপি এগিয়ে ৮টি আসনে। ৩ করে আসনে এগিয়ে জেডিইউ ও আরজেডি। কংগ্রেস এগিয়ে ১টি আসনে।
জোরকদমে চলছে ভোটগণনা।
পটনায় তেজস্বী যাদবের বাড়ির বাইরে সমর্থকদের ভিড়।
সংবাদ সংস্থা ANI জানিয়েছে, নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে ৫টি আসনে, জেডিইউ ২টি, কংগ্রেস ও আরজেডি ১টি করে আসনে এগিয়ে।
পাটলিপুত্র এবার কার দখলে? কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই এগিয়ে রয়েছে মহাজোট। তবে, ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিতও আছে। বিহার বিধানসভায় ২৪৩ আসন। ম্যাজিক ফিগার ১২২। অধিকাংশ সমীক্ষা, কংগ্রেস ও আরজেডির জোটকে ১১০ থেকে ১২০টির কাছাকাছি আসন দিয়েছে। অন্যদিকে, জেডিইউ-বিজেপিকে দিয়েছে ১০০ থেকে ১১০ আসন। প্রায় সমস্ত সমীক্ষাই বলছে, এলজেপি হাতে গোনা কয়েকটি আসন পেতে পারে।