LIVE: উত্তরাখণ্ডের পার্বতীকুণ্ডে নমো
আহত কমপক্ষে ৭০ যাত্রী। ঘটনাস্থলে এনডিআরএফ। আহতদের পাটনা-সহ একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে
Latest Updates
উত্তরাখণ্ডের পার্বতীকুণ্ডে প্রধানমন্ত্রী
সাতসকালে হাতির হানায় মৃত্যু হল এক ব্যাক্তির । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাদারিহাটের উত্তর খয়েরবাড়ি এলাকায় ।
রানীগঞ্জের নারায়ণকুড়ি কয়লা খনিতে ধস। উদ্ধার ৩ জনের দেহ। বুধবার বিকেলে ইসিএল কুনুস্তরিয়া এরিয়ার অন্তর্গত রানীগঞ্জের নারায়ণকুড়ি খনিতে ধস নামে এবং তাতে বেশ কয়েকজনের চাপা পড়ে যায়।
মহেশতলার কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন। মহেশতলা পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগরে একটি কাপড়ের গোডাউনে ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। গোডাউনের দোতলায় আগুন লেগেছে। অধিকাংশ কাপড় আগুনে বশীভূত হয়ে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে মহেশতলার পুলিস।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবস্থায় উপাচার্য-সহ একজিকিউটিভ কাউন্সিলের সদস্যরা। অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় ওই অবস্থানে রয়েছেন সহ উপাচার্য, ডিনরা, রেজিস্ট্রারও। পড়ুয়াদের দাবি নিয়ে ক্ষোভ। পড়ুয়াদের দাবি আদায়ের পদ্ধতিকে Ragging বললেন উপাচার্য।
স্থানীয়দের দাবি, ট্রেনের অধিকাংশ বগিই উল্টে গিয়েছে। স্লিপার, জেনারেল ও এসি কোচ লাইন তেকে বেরিয়ে গিয়েছে। একটি বগির উপরে উঠে গিয়েছে অন্য বগি। একটি বগি জলে গিয়ে পড়েছে।
নর্থইস্ট রেলওয়ের তরফে বেশ কয়েকটি হেল্প লাইন খোলা হয়েছে
পাটনা: 9771449971 দানাপুর: 8905697493, আরা: 8306182542, নয়া দিল্লি -01123341074, 9717631960
বক্সারের রঘুনাথপুরে নর্থ ইস্ট এক্সপ্রেসের দুর্ঘটনায় এখনওপর্য়ন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। তবে স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা আরও বেশি। আহত ৭০। তবে ওই সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের পাটনা, আরা-সহ একাধিক জায়গার হাসপাতালে ভর্তি করা হয়েছে।