Live: মন্ত্রিসভায় বড়সড় রদবদল মোদীর, বাংলা থেকে মন্ত্রী হলেন ৪ সাংসদ
মন্ত্রিসভার ৮ হেভিওয়েট মন্ত্রিকে বাদ দিয়েই আজ মন্ত্রিসভার রদবদল করছেন নরেন্দ্র মোদী। বাদ পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রবিশঙ্কর প্রসাদের মতো নেতা। এবার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন নতুন ৪৩ জন। বাংলা থেকে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ৪ সাংসদ।
নিজস্ব প্রতিবেদন: মন্ত্রিসভার ৮ হেভিওয়েট মন্ত্রিকে বাদ দিয়েই আজ মন্ত্রিসভার রদবদল করছেন নরেন্দ্র মোদী। বাদ পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রবিশঙ্কর প্রসাদের মতো নেতা। এবার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন নতুন ৪৩ জন। বাংলা থেকে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ৪ সাংসদ।
Latest Updates
শেষ হল মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডক্টর মুজপারা মহেন্দ্রভাই, ডক্টর এল মুরগন।
সুভাষ সরকার ও শান্তনু ঠাকুরের পর বাংলা থেকে শপথ নিলেন জন বার্লা ও নিশীথ প্রমাণিক।
শপথবাক্য পাঠ করতে গিয়ে কয়েকটি শব্দ বাদ দিয়েই পড়ে যাচ্ছিলেন শান্তনু। তাঁকে ধরিয়ে দিলেন রাষ্ট্রপতি।
মন্ত্রিসভায় এলেন বিশ্বেশ্বর টুডু।
প্রত্যাশা মতো মন্ত্রিসভায় স্থান পেলেন শান্তনু ঠাকুর
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডক্টর ভাগবত কিষণ রাও কারার, ডক্টর রাজকুমার রঞ্জন সিং, ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার।
মোদী মন্ত্রিসভায় স্থান পেলেন প্রতিমা ভৌমিক।
বাংলা থেকে মোদী মন্ত্রিসভায় এলেন ডক্টর সুভাষ সরকার।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপফ নিলেন বি এল বর্মা, অজয় কুমার, দেবু সিং চৌহান, ভগবান গুরবাসাপ্পা খোরবা, কপিল মোরেশ্বর পাটিল।
মোদী মন্ত্রিসভায় এলেন অন্নপূর্ণা দেবী। কর্ণাটক থেকে মন্ত্রী হলেন এ নারায়ণ স্বামী। মন্ত্রীত্বের শপথ নিলেন কৌশল কিশোর, অজয় ভাট।
প্রথমবার মোদী মন্ত্রিসভায় স্থান পেলেন শোভা করন্ডলাজে। শপথ নিলেন ভানুপ্রতাপ সিং বর্মা, ডি বি জরদোস, মিনাক্ষী লেখি।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন পঞ্কজ চৌধুরী। মোদী মন্ত্রিসভায় যোগ দিলেন অনুপ্রিয়া সিং প্যাটেল। অনুপ্রিয়ার মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা বহুদিন ধরেই ছিল কেন্দ্রীয় রাজনীতিতে। শপথ নিলেন এস পি সিং বাঘেল।
কর্ণাটক থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এলেন রাজীব চন্দ্রশেখর।
শপথ নিলেন পশুপতি কুমার পারস। শপথ নিলেন কিরেন রিজিজু, রাজকুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডবিয়, ভূপেন্দ্র যাদব, পুরুষোত্তমর খোড়াভাই রুপালা, গঙ্গাকিষেণ রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর।
নতুন মন্ত্রিসভায় এলেন রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিষ্ণু।
মন্ত্রিসভায় স্থান পেলেন ডঃ বীরেন্দ্র কুমার।
কংগ্রেস ছাড়ার পর জল্পনা ছিল কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। তাঁকে আজ শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি কোবিন্দ।
অসমের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর জল্পনা ছিল কেন্দ্রীয় মন্ত্রিসসভায় স্থান দেওয়া হতে পারে সর্বানন্দ সোনওয়ালকে। আজ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।
শুরু হল শপথগ্রহণ অনুষ্ঠান। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন নারায়ণ রানে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতারা উঠে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে সম্মান জানালেন। বেজে উঠল জাতীয় সঙ্গীত।
নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।