Loksabha Elections 2019 Results Live: ভুল হতে পারে, কিন্তু অসত্ উদ্দেশ্যে কোনও কাজ করব না : নরেন্দ্র মোদী
কে গড়বে সরকার? কার হাতে দেশ? দেখুন ১৯-এর রায়
নিজস্ব প্রতিবেদন: দেড় মাসে সাত দফা। মেগা ভোটের ভাগ্য নির্ধারণ আজ। কে গড়বে সরকার? কার হাতে দেশ? তা নির্ধারিত হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।
সকাল ৮টা থেকে দেশের ৫৪২ টি শুরু হবে গণনা। রাজ্যের ৪২ টি কেন্দ্রের ৫৮টি গণনা কেন্দ্রে। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট। ১৭-২০ রাউন্ডের পর্যন্ত এই গণনা হবে। বিকাল ৪টের মধ্যে EVM গণনা শেষ হবে। এরপর শুরু হবে VVPAT গণনা। প্রত্যেক বিধানসভা কেন্দ্রের ৫টি বুথে VVPAT গণনা। লটারির মাধ্যমে হবে VVPAT গণনা। এই গণনাতেই অতিরিক্ত ৮-১০ঘণ্টা সময় লাগবে।
Latest Updates
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "আজ যেটা অরেঞ্জ জোন, কাল সেটা রেড জোন হয়ে যাবে। রেড, রেড প্লাস, রেড স্টার জোন। এটা আমফান জোন। ঝড়ের ৩টি ধাক্কা, হেড, আই ও টেইল। প্রথম ধাক্কা পেরিয়ে গেলেই বেরিয়ে পড়বেন না। তাতে বিপদ বাড়বে। কাল দিনভর কলকাতা ও জেলায় জেলায় অতি ভারী বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস রয়েছে। তাই দুর্যোগ না কাটা পর্যন্ত বাড়িতেই থাকুন। বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা থাকলে অবিলম্বে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। সাইক্লোন শেল্টারে চলে আসুন।"
বিজেপির আর এক প্রতিষ্ঠাতা তথা মাগদর্শক মণ্ডলের সদস্য মুরলী মনোহর জোসীর সঙ্গেও দেখা করলেন মোদী-শাহ
আজ সকালে বিজেপির 'লৌহপুরুষ' লালকৃষ্ণ আডবাণীর বাসভবনের গিয়ে সাক্ষাত্ করলেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী।
৩০ মে শপথ নেবেন নরেন্দ্র মোদী এবং তাঁর বিগ্রেডের। এ আগে ২৮ মে নিজের কেন্দ্র বারাণসী যাবেন নরেন্দ্র মোদী।
নির্বাচনে বিপুল সাফল্যের পর নয়াদিল্লিতে সদর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মীদের উদ্দেশ্যে বললেন, ভুল হতে পারে, কিন্তু অসত্ উদ্দেশ্যে কোনও কাজ করব না। মোদীর প্রতিশ্রুতি, তিনি শুধু দেশের জন্য কাজ করবেন। নিজের জন্য কিছু করবেন না।
নয়াদিল্লিতে দলের কার্যালয়ে কর্মীদের সামনে বক্তৃতা করতে গিয়ে অমিত শাহর মুখে এসেছে বাংলার কথা। তাঁর কথায়, বাংলায় অশান্তি, রিগিং সত্ত্বেও বিজেপি ১৮টি আসন পেয়েছে। আগামিদিনে বাংলায় আরও ভালো ফল করবে বিজেপি।
বিপুল জনমত নিয়ে ক্ষমতায় ফেরার পর কার্যকর্তাদের মুখোমুখি হলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। নয়াদিল্লিতে দলের সদর দফতরে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির ঘোষণা, নরেন্দ্র মোদী বিজেপির এই মহাবিজয়ের মহানায়ক।
মালদার হবিবপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু
অমেঠিতে স্মৃতি ইরানির কাছে পরাজয় স্বীকার করলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে রাহুল বলেন, জনতাই মালিক।
নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
দমদমে বিজেপির শমীক ভট্টাচার্যকে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়
রাজ্যে বিজেপি এগিয়ে ১৮টিতে, তৃণমূল ২২টিতে, কংগ্রেস ২টিতে।
কান্দি বিধানসভা উপনির্বাচনে জয়ী কংগ্রেস
জয়ের পর বিজেপি সদর দফতরে পৌঁছলেন অমিত শাহ
মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব জয়ী।
এই মুহূর্তে রাজ্যে বিজেপি এগিয়ে ২০টিতে, তৃণমূল ২১টিতে, কংগ্রেস ১।
বাংলায় অপ্রত্যাশিত ফল তৃণমূলের। ১৯টিতে এগিয়ে বিজেপি, তৃণমূল ২২টিতে। কংগ্রেস ১ ও বামেরা কোথাও খাতা খুলতে পারেনি।
দক্ষিন মালদা কেন্দ্রে কংগ্রেস আবু হাসেম খান চৌধুরী ৮১০৪ ভোটে এগিয়ে।
মালদহ দক্ষিণের মতো কংগ্রেসের গড়ে গেরুয়া ঝড়ে উল্টে দিল যাবতীয় হিসেব-নিকেশ। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জিতলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
হুগলি থেকে জিতলেন লকেট চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে ভোটের প্রথম ফল। জয়ী দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়
ইস্তফা দিতে পারেন কর্নাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
যাদবপুর গণনাকেন্দ্রের সামনে বিজেপি প্রার্থী অনুপম হাজরার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।
রাজ্যে বিজেপি এগিয়ে ১৭টিতে, তৃণমূল ২৪টিতে। কংগ্রেস ১ ও বাম শূন্য।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রবাবু নায়েডু। ৯ রাজ্যে গেরুয়া ঝড়। পঞ্জাব ধরে রাখল কংগ্রেস, তামিলনাড়ুতে ফের ডিএমকের উত্থান, অন্ধ্র্প্রদেশে সরকার গড়তে চলেছে YSR কংগ্রেস, ওড়িশা ধরে রাখল বিজেডি। ১.৭৮ লক্ষ ভোটে এগিয়ে মোদী
দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য পিছিয়ে। এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়। নেপালবাবু কার্যত স্বীকার করে নিলেন যে মার খাওয়া বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছে। তাঁর দাবি, '' এটা সম্ভব যে বাম ভোট বিজেপিতে গেছে। বামপন্থীরা মার খেয়েছে। তাই বেশি শক্তিশালী দল খুঁজেছে। তবে এটা এভাবে বলা সম্ভব নয়। বিশ্লেষণ করতে হবে।''
যাদবপুরে মিমি চক্রবর্তী এগিয়ে ৮২ হাজারের বেশি ভোটে। নিকটতন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অনুপম হাজরা বললেন, ''গণনার নামে চলছে প্রহশন। টুকে পাশ করতে চাইছেন মিমি চক্রবর্তী।''
কোচবিহারে নিশীথ প্রামাণিক এগিয়ে গেলেন। বারাকপুরে দীনেশ ত্রিবেদী এগিয়ে গেলেন। যাদবপুরে ৭০ হাজারের বেশি ভোটে এগিয়ে মিমি চক্রবর্তী।
সিকিমে ২৪ বছর পর হার ক্ষমতাশীল এসডিএফ-এর (সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট)। মুখ্যমন্ত্রীত্ব খোয়াতে চলেছে পবনকুমার চামলিং।
পঞ্চম রাউন্ডের শেষে মেদিনীপুুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ২৫৩ ভোটে এগিয়ে। তমলুক লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী ১৪১৯৩ ভোটে এগিয়ে। কোচবিহারে তৃণমূলের পরেশচন্দ্র অধিকারী ১৩ রাউন্ড শেষে ৫৩২৭ ভোটে এগিয়ে ।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জী এগিয়ে ৪২০৬৭ ভোটে। কৃষ্ণনগরে ২৮৬৩৮ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে। দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি শ্রীরূপা মিত্র চৌধুরী ১০০৫০ ভোটে এগিয়ে।
কৃষ্ণনগরে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এগিয়ে। তৃণমূল পেয়েছে ৫৬২২৮, বিজেপি ৩৭৩৪০টি ভোট, বাম ১২৬৯০।
যাদবপুরে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। ২১৫৬৫ ভোটে এগিয়ে তিনি। তৃতীয় রাউন্ডের শেষে মিমি পেয়েছেন ৬৭৮৪৬টি ভোট, বিজেপি প্রার্থী অনুপম হাজরা পেয়েছেন ৪৬২৮১টি ভোট, বিকাশরঞ্জন ভট্টাচার্য পেয়েছেন ২৯৪৯৪টি ভোট।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ১০৫৪৬ ভোটে এগিয়ে। কাঁথিতে তৃণমূল প্রার্থী শিশির অধিকারী ৬৯৭৬ভোটে এগিয়ে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জী ৩৫৭৭১ ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ড শেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ ৪৯৯৮ ভোটে এগিয়ে। দিলীপ ঘোষ পেয়েছেন ৩৬৬৬৭ টি ভোট ও মানস ভুঁইয়া ৩১৬৬৯ টি ভোট।
গণনা চলাকালীন রাজনৈতিক হিংসা কোচবিহারের মাথাভাঙায়। হাজরাহাটে তৃণমূলের দফতর ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মাথাভাঙ্গা ব্লক ১-এর হাজরাহাট ২ অঞ্চলের পশ্চিমখাটের বাড়ি ২২৫ নম্বর বুথের ফালারডাঙ্গায় তৃনমূলের দফতর ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
ঘাটালে এগিয়ে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব।
বসিরহাটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী নুসরত। বিষ্ণুপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। রায়গঞ্জে তৃণমূলের কানহাইয়ালাল আগরওয়াল এগিয়ে। কৃষ্ণনগরে এগিয়ে গেলেন তৃণমূলের মহুয়া মৈত্র। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী জন বারলা প্রায় ১৮,০০০ ভোটে এগিয়ে।
আমেঠিতে ঘুরে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। ১৭০০ ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। পিছিয়ে গেলেন স্মৃতি ইরানি।
শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৮০০ ভোটে। মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, পিছিয়ে মানস ভুঁইঞা। দমদমে এগিয়ে তৃণমূলের সৌগত রায়।
কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৯, তৃণমূল ১৮টিতে।
মথুরাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী চৌধুরীমোহন জাটুয়া। বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা, পিছিয়ে বিজেপির সৌমিত্র খাঁ। বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। শ্রীরামপুর কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
যাদবপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। পিছিয়ে বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
ভাটপাড়া উপনির্বাচনে পিছিয়ে পড়েছেন মদন মিত্র। এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন-পুত্র পবন সিং।
দার্জিলিং কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। আরামবাগে এগিয়ে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। বীরভূমে এগিয়ে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। কান্দি বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল।
ঘাটালে পিছিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব, এগিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। বীরভূমে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ডায়মন্ড হারবারে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে ১২টিতে এগিয়ে বিজেপি, তৃণমূল ১৬টিতে, কংগ্রেস ২টিতে এগিয়ে।
বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
প্রথম রাউন্ডের শেষে ডায়মন্ড হারবারে ৩০০০ ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগিয়ে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়।
রায়বেরিলি কেন্দ্রে ৬০০ ভোটে পিছিয়ে কংগ্রেস প্রার্থী সোনিয়া গান্ধী। নিজের কেন্দ্রে ১২হাজার ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী।
হাওড়ায় এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। কাঁথিতে এগিয়ে তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। বারাকপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এগিয়ে।
রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। কলকাতা দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়
যাদবপুরে আরও একজন বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ। মারধরের ফলে চশমা ভেঙে গিয়েছে ওই ব্যক্তির।
পোস্টাল ব্যালটের গণনায় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে শতাংশের হারে এগিয়ে বিজেপি।
৪২ শতাংশ এগিয়ে তৃণমূল। বিজেপি ৪৬.৪ শতাংশে এগিয়ে রয়েছেপিছিয়ে তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী মুনমুন সেন ও সুব্রত মুখোপাধ্যায়।
সকাল থেকে রাজ্য বিজেপি সদর দফতর ফাঁকা। আর কিছুক্ষণের মধ্যেই ৫হাজার কমলাভোগ কিছুক্ষণের মধ্যেই বিতরণ করা হবে। প্রার্থীরা সকলেই নিজেদের কেন্দ্রে গিয়েছেন।
বারাসত কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষদস্তিদার। প্রথম রাউন্ড গণনার শেষে আসানসোলে ৮,৫০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। পোস্টাল ব্যালটে এগিয়ে খড়্গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
হুগলিতে এগিয়ে গেলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। বহরমপুরে এগিয়ে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী। বাঁকুড়ায় এগিয়ে বিজেপির ডাঃ সুভাষ সরকার। প্রথম রাউন্ড গণনার শেষে আসানসোলে ৫,৮০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। মালদা উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু
হাওড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হুগলিতে এগিয়ে লকেট চট্টোপাধ্যায়
। বালুরঘাটে পিছিয়ে অর্পিতা ঘোষহুগলিতে এগিয়ে লকেট চট্টোপাধ্যায়। বালুরঘাটে পিছিয়ে অর্পিতা ঘোষ
আমেঠিতে পিছিয়ে পড়লেন রাহুল। এগিয়ে গেলেন স্মৃতি ইরানি।
বেগুসরাইয়ে পিছিয়ে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারআসানসোলে এগিয়ে বাবুল
বর্ধমান পূর্ব কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল।রাজ্যে ৫টিতে এগিয়ে তৃণমূল। বিজেপি ২টি ও কংগ্রেস ২টিতে এগিয়ে।
রায়বেরিলিতে এগিয়ে সোনিয়া গান্ধী। উত্তর পূর্ব দিল্লি থেকে এগিয়ে কংগ্রেসের শীলা দিক্ষিত। ওয়াইনাড় ও আমেঠিতে কংগ্রেসের রাহুল গান্ধী এগিয়ে। বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী
। গান্ধীনগরে এগিয়ে বিজেপির অমিত শাহ। লখনউতে এগিয়ে বিজেপির রাজনাথ সিংবোলপুরে এগিয়ে তৃণমূলের অসিত মাল। বীরভূমে এগিয়ে তৃণমূলের শতাব্দী রায়। ঘাটালে এগিয়ে দেব
গোটা দেশে বিজেপি এগিয়ে ৬২টিতে। ১৯টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্য ২০
পশ্চিমবঙ্গে ২টি আসনে এগিয়ে তৃণমূল।
পশ্চিমবঙ্গে ৩টি আসনে এগিয়ে বিজেপি।
কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়ে। দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্খী।
৫৪৩ আসনে এখনও পর্যন্ত ৫১টি আসনে এগিয়ে বিজেপি, ২০টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্য ৯
যাদবপুরে বিজেপির এজেন্টকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।।
৫৪৩ আসনে এখনও পর্যন্ত ৪১টি আসনে এগিয়ে বিজেপি, ১১টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্য ১২
আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ বললেন, ''জয় নিয়ে চিন্তা নেই। বাংলায় সব চেয়ে বেশি আসন আমরাই পাব।''
''জয় আমাদের নিশ্চিত। এই নিয়ে দ্বিধার কোনও অবকাশ নেই।'' যাদবপুরে গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বললেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
৫৪৩ আসনে এখনও পর্যন্ত ১৫টি আসনে এগিয়ে বিজেপি, ২টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্য ১
পূর্বস্থলী উত্তরের স্ট্রংরুমের চাবি পাওয়া যাচ্ছিল না। তা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়। রিটার্নিং অফিসারকে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। পরে সেই চাবি পাওয়া যায়।
ভোটগণনা শুরু হল...
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও পুলিসি নিরাপত্তা। দেখুন সেই ছবি...
আজ ৮, ০৪০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। এযেন স্নায়ু পরীক্ষার দিন। সব গণনাকেন্দ্রে আঁটোসাঁটো নিরাপত্তা।
পানিহাটিতে জোর করে মোবাইল নিয়ে বুথে ঢোকার চেষ্টার অভিযোগে তৃণমূলের এজেন্টকে আটক করল পুলিশ। অভিযোগ ওই ব্যক্তি পানিহাটি গুরুনানক ডেন্টাল কলেজে জোর করে ঢুকতে চায়।
দিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে সাজানো কিলো কিলো লাড্ডু। দেখুন সেই ছবি...
যাদবপুরের গণনা বিজয়গড় কলেজের বাইরে জি২৪ঘণ্টার মুখোমুখি তৃণমূল নেতা দেবব্রত মজুমদার। তাঁর দাবি, ''গত বারের থেকে বেশি লিড নিয়ে আমরাই জিতে যাব। জয় আমাদের নিশ্চিত।''
নেতাজি ইন্ডোরে কলকাতা উত্তরের গণনা ৷ কলকাতা দক্ষিণের গণনা ৭টি কেন্দ্রে ৷ যাদবপুরের গণনা বিজয়গড় কলেজে ৷ ডায়মন্ড হারবারের গণনা হেস্টিংসে ৷ নিরাপত্তা বলয়ে মোড়া স্ট্রং রুম।
কলকাতার একটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার ছবি...
সকাল ৮টায় স্ট্রং রুম থেকে আনা হবে EVM। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট।
দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরেও চলছে যজ্ঞ। এক চাপা উত্তেজনার পরিবেশ।
দিল্লিতে বিজেপির সদর দফতরে সাজো সাজো রব। চলছে যজ্ঞ, রয়েছে মহাভোজের আয়োজন। ইতিমধ্যে দফতরের ভিতরে তৈরি বিশেষ জায়গায় রান্না শুরু হয়ে গিয়েছে। প্রচুর লাড্ডুর ব্যবস্থা রয়েছে মিষ্টিমুখের জন্য। দমবন্ধ করা পরিস্থিতি নয়, দিল্লিতে বিজেপির সদর দফতরে কার্যত উত্সবের চেহারা।
কোচবিহারপলিটেকনিক কলেজের গণনাকেন্দ্রে প্রস্তুতি চূড়ান্ত। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। চেকিংয়ের পর ভিতরে যেতে দেওয়া হচ্ছে কাউন্টিংয়ের সাথে যুক্ত সকলকে ।
কড়া নিরাপত্তায় বেঙ্গালুরুর কাউন্টিং সেন্টার।