নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন সংস্থার থেকে বকেয়া ঋণ হিসাব খাত থেকে মুছে দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। রাজ্যসভার সাংসদ ঋতব্রতের প্রশ্নে কেন্দ্র জানাল, ২০১৪-১৫ আর্থিক বছর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২,৪১,৯১১ কোটি টাকার ঋণ হিসাবখাত থেকে মুছে ফেলা হয়েছে। তবে এতে ঋণখেলাপকারীদের কোনও লাভ হবে না।             


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতে চান, ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত  ২.৪ লক্ষ কোটি টাকার কর্পোরেট ঋণ কি হিসাবখাত থেকে মুছে ফেলা হয়েছে? এব্যাপারে বিস্তারিত তথ্য চান তিনি।


ঋতব্রতর প্রশ্নে কেন্দ্রীয় সরকার জানায়, আরবিআই আইন মেনে ২.৪ লক্ষ কোটি টাকার ঋণ হিসাবখাত থেকে মুখে ফেলা হয়েছে। কোন কোন সংস্থার ঋণ হিসাবখাত থেকে মুখে ফেলা হয়েছে তা গোপনীয়তা রক্ষায় প্রকাশ করা যাবে না। তবে অর্থমন্ত্রক জানিয়েছে, ঋণ মুছে ফেলা হলেও তা আদায় করা হবে। আইনি পথেই ঋণের টাকা ফিরিয়ে আনবে ব্যাঙ্কগুলি। এতে ঋণখেলাপকারীদের কোনও সুবিধাই হবে না।


আরও পড়ুন- শুক্রবার থেকে ২০১৯-এর অভিযান শুরু করছে বিজেপি