নিজস্ব প্রতিবেদন: সাহস দেখলে অবাক হতে হয়। চমকে গেল পুলিসও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাণ বাজি রেখে একটি সিমেন্ট মিক্সারের ভেতরে বসে ফিরছিলেন ১৮ পরিযায়ী শ্রমিক। কিন্তু শেষরক্ষা হল না। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তে তাদের ধরে ফেলল পুলিস।


আরও পড়ুন-"তৈরি হতে যথেষ্ট সময় দিয়েছিলাম আমরা," উদাসীনতার অভিযোগের জবাব WHO-র  



মধ্যপ্রদেশের ইন্দোরে ওই মিক্সারের মধ্যে ঢুকে পড়েছিলেন ১৮ শ্রমিক। এদের বাড়ি উত্তরপ্রদেশের লখনউয়ে। ওইটুকু জায়গার মধ্যেই গাদাগাদি করে বসেছিলেন তারা।


সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু উজ্জয়িনী ও ইন্দারের মধ্যে একটি জায়গায় ওই মিক্সারটিকে দাঁড় করায় পুলিস। কিন্তু মাটি করে দেয় মিক্সারের চালক। তাকে থতমত খেতে দেখে পুলিসের সন্দেহ হয়। তার পরেই ঢাকনা খুলে বের করা হয় ওই ১৮ পরিযায়ী শ্রমিককে।


একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, যে ঢাকনা খুলে শ্রমিকরা বেরিয়ে আসছে তা একজনের জন্য যথেষ্ট নয়। তার মধ্যে দিয়েই ভেতরে ঢুকে মাল পত্র নিয়ে বসেছিল ওইসব শ্রমিকরা।


আরও পড়ুন-দিল্লির একই ক্যাম্পে ফের পজিটিভ ৬৮ সিআরপিএফ জওয়ান, গত ২ সপ্তাহে করোনা আক্রান্ত ১২২


ওই ঘটনায় ওই মিক্সার ট্রাকের চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পাশাপাশি ওইসব শ্রমিকদের আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বাসে লখনউ পাঠানোর ব্যবস্থা করছে পুলিস।