নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেই চালু হয়ে গিয়েছে ট্রেন। বিভিন্ন রাজ্যে থেকে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিক-সহ অন্যান্য যাত্রীরা। আরও ২০০ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে এর পাশাপাশি সোমবার থেকে চালু হচ্ছে অন্তর্দেশীয় উড়ান। এছাড়াও আন্তঃরাজ্যে বাস পরিষেবাও চালু হচ্ছে। এক্ষেত্রে করোন সংক্রমণের কথা মাথায় রাখছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই মর্ম আজ একটি নির্দেশিকা জারি করেছে যাত্রী ও পরিষেবা দানকারী সংস্থার জন্য।



আরও পড়ুন-আমফান পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে পাচার হচ্ছে জলও! ধরা পড়ে গণধোলাইয়ের শিকার ৩


কী রয়েছে সেই নির্দেশিকায়


# টিকিট দেওয়ার সময়েই যাত্রীদের কী করণীয় এবং কী করা যাবে না তার একটি তালিকা দেওয়া হবে।


# রেল, বিমান ও বাস যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।


# করোনা নিয়ে উপযুক্ত সতর্কতা বিমানবন্দর, বাস টার্মিনাস ও রেল স্টেশনে যাত্রীদের নিতে হবে। এনিয়ে সেখানে ঘোষণাও করা হবে।


# সব যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করতে হবে। করোনার উপসর্গ না থাকলেই কেবলমাত্র বিমান, রেল, বাসে উঠতে দেওয়া হবে।


# সফরের সময়ে যাত্রীদের মাস্ক পরে থাকতে হবে। হাতে স্যানিটাইজার মাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।


# বিমানবন্দর, রেল স্টেশন ও বাস টার্মিনাস স্যানিটাইজড করতে হবে। সেখানে হাত ধোয়ার সাবান, স্যানিটাইজার রাখতে হবে।


# বিমানবন্দর, বাস টার্মিনাস ও রেল স্টেশন থেকে বের হওয়ার সময়েও থার্মাল স্ক্রিনিং হবে।


# যাদের মধে করোনার কোনও উপসর্গ নেই তাদেরকেও নিজেদের স্বাস্থ্যের ওপরে ১৪ দিন নজর রাখতে হবে।


# যাদের মধ্যে উপসর্গ থাকবে তাদের আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।


আরও পড়ুন-ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ জায়গায় বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক, টুইটে জানালো সরকার


# গুরুতর উপসর্গ থাকবে তাদের নিকটবর্তি কোভিড হাসপাতালে ভর্তি করা হবে।


# যাদের মধ্যে মাঝারি উপসর্গ থাকবে তাদের ঘরে আইসোলেশনে থাকার অনুমতি দেওয়া হতে পারে। কিংবা তারা কোভিড হাসপাতালেও যেতে পারেন। তবে উভয়ক্ষেত্রেই আইসিএমআরের নিয়ম মানতে হবে।


# রাজ্য সরকারও কোয়ারেন্টিন ও আইসোলেশনের কিছু নিয়ম লাগু করতে পারে।